বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : OPPO Find X8 সিরিজের পড় এবার কোম্পানি তাদের Find X8 Ultra এবং নতুন Find সিরিজের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস Find X8 Mini ফোনদুটি আগামী এপ্রিল মাসে লঞ্চ করার প্রস্ততি নিচ্ছে। সম্প্রতি আপকামিং Find X8 Ultra ফোনের লাইভ ইমেজ অনলাইনে লিক হয়েছে, এর ফলে এই ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কেও জানা গেছে। এবার OPPO Find X8S ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। এই লিক স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
OPPO Find X8S ফোনের স্পেসিফিকেশন (লিক)
চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার DigitalChatStation এর পক্ষ থেকে নতুন OPPO Find X8S ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক করা হয়েছে, এই ফোনটি Find X8 সিরিজের একটি নতুন মডেল হিসাবে পেশ করা হতে পারে।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই ফোনে 6.3-ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Find X8 সিরিজে 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছিল।
6.3-ইঞ্চির এই কম্প্যাক্ট OPPO ফ্ল্যাগশিপ ফোনটিকে প্রথমে Find X8 Mini/Next বলে মনে করা হলেও, এখন নতুন লিকের মাধ্যমে জানা গেছে এই ফোনটির নাম OPPO Find X8S রাখা হতে পারে।
DCS এর তরফ থেকে জানানো হয়েছে, Find X8S ফোনটির থিকনেস 8.15mm এর চেয়ে কম এবং ওজন 187 গ্রাম হবে। ফোনটির বেজল সাইজ 1.38mm এর চেয়ে কম হবে বলে জানানো হয়েছে।
এই ফোনটিতে 5,700mAh এর চেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। এটি Find X8 (5,630mAh) এবং Find X8 Pro (5,190mAh) এর চেয়ে বেশি হবে। জানিয়ে রাখি Vivo X200 Pro Mini ফোনে 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
এছাত্রা Find X8S ফোনে Hasselblad পেরিস্কোপ লেন্স থাকার সম্ভাবনা রয়েছে, তবে এটির সেন্সর ক্যাপাসিটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আশা করা হচ্ছে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার এবং IP রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।
OPPO Find X8S ফোনটি সম্পর্কে জানা গেছে…
OPPO এর 6.3-ইঞ্চির কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে আগের লিকে জানা গিয়েছিল এই ফোনে 1.5K LTPO ডিসপ্লে, 50MP পেরিস্কোপ ক্যামেরা ও 50MP প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই ফোনে অ্যালার্ট স্লাইডারের বদলে এই ফোনে একটি নতুন থ্রি স্টেজ পুশ বাটন দেওয়া হতে পারে।
আগের রিপোর্ট অনুযায়ী Find X8 সিরিজের আরেকটি মডেলে 6.6-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি Find X8 Next বা Find X8S Pro নামে লঞ্চ করা হতে পারে। ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। OPPO Find X8 Ultra ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হবে এবং গ্লোবাল মার্কেটে পেশ করা হবে না বলে শোনা যাচ্ছে। OPPO Find X8S ফোনটি অন্যান্য মার্কেটে সেল করা হবে কি না সেই বিশ্বয়ে কিছু জানা যায়নি।
মনে করিয়ে দিই OPPO Find X8 এবং Find X8 Pro ফোনদুটি ভারতে গত বছর যথাক্রমে ₹69,999 এবং ₹99,999 দামে লঞ্চ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।