বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ওপ্পোর পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বে প্রথম মিডিয়াটেক Dimensity 9400+ চিপসেট সহ Oppo Find X8s এবং X8s+ স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে। এই নতুন প্রসেসসারের জন্য ফোনে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। এবার কোম্পানির পক্ষ থেকে Find X8s ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X8s ফোনের ডিটেইলস সম্পর্কে।
Oppo Find X8s এর ফ্রন্ট লুক
Oppo এর পক্ষ থেকে টিজ হওয়া পোস্টারের মাধ্যমে Oppo Find X8s ফোনটির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের অসাধারণ 6.31 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের বিশেষত্ব হল চারদিকে অত্যন্ত পাতলা বেজাল দেওয়া হয়েছে, ফলে একটি প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফ্রন্ট প্যানেলের ডিজাইন সম্পর্কে জানানো হয়নি।
Oppo Find X8s এর স্পেসিফিকেশন
প্রসেসর: Oppo Find X8s ফোনটি 3.73GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক নতুন Dimensity 9400+ প্রসেসর সহ লঞ্চ করা হবে। গীকবেঞ্চের মাধ্যমে ফোনের পারফরমেন্স টেস্ট প্রকাশ্যে এসেছে। ফলে ফোনটির শক্তিশালী প্রসেসর সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে।
স্টোরেজ: এই ফোনটি চারটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। এতে 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB, এবং 16GB+1TB রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Oppo ফোনটিতে Hasselblad অপ্টিমাইজেশন সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্যামেরা ডিটেইলস শেয়ার করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী এতে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 5,700mAh ব্যাটারি দেওয়া হবে। তবে 3C সার্টিফিকেশন অনুযায়ী ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে।
অন্যান্য: কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং ফ্ল্যাগশিপ Oppo Find X8s ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/69 রেটিং সহ লঞ্চ করা হবে।
সফটওয়্যার: ফোনটি ColorOS 15 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। ফলে লেটেস্ট এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
আরো পড়ুন: শীঘ্রই আসতে চলেছে 108MP ক্যামেরাসহ অনরের সেরা স্মার্টফোন
Oppo Find X8s এর লঞ্চ ডেট
10 এপ্রিল চীনে একটি ইভেন্টের মাধ্যমে Oppo Find X8s ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির এই ইভেন্টের মঞ্চ থেকে Oppo Find X8s Plus, X8 Ultra, Pad 4 Pro, Watch X2 Mini এবং Enco Free 4 এর মতো অন্যান্য প্রোডাক্টগুলিও পেশ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।