আগামী মাসে চীনের বাজারে আসছে Oppo Find X9 সিরিজ। এরপর অক্টোবরের শেষের দিকে এটি গ্লোবাল ও ভারতীয় বাজারেও লঞ্চ হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই কোম্পানি এই ফ্ল্যাগশিপ সিরিজের ক্যামেরা ফিচার টিজ করেছে, যা আগের মডেলের তুলনায় আরও শক্তিশালী আপগ্রেড নিয়ে আসবে।
Oppo Find X9 সিরিজের ক্যামেরা ফিচার
Oppo জানিয়েছে, Find X9 Pro মডেলে ইন্ডাস্ট্রির প্রথম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত করা হবে, যা হার্ডওয়্যার লেভেলে Dynamic Triple Exposure সাপোর্ট করবে। সবচেয়ে বড় চমক হলো 200MP Ultra-Clear Telephoto Lens, যা থাকবে Active Calibration System সহ। এছাড়াও উন্নত মানের ছবির জন্য ব্যবহার করা হবে ব্র্যান্ডের নিজস্ব LUMO Super Pixel Engine Algorithm।
ফোনটিতে পাওয়া যাবে:
- 4K Live Photo
- 4K 120fps Dolby Vision ভিডিও রেকর্ডিং
- Ultra-Class Denxia Color Reproduction Lens (যা আকাশের নীল, সূর্যাস্তের আলো ও ত্বকের নরম টেক্সচারকে আরও বাস্তবিক করে তুলবে)
Hasselblad ইমেজ কোয়ালিটি
এই সিরিজকে Oppo নাম দিয়েছে Hasselblad Image Quality King। থাকছে আপগ্রেডেড Hasselblad Master Mode এবং নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে XPAN Mode—যা Ultra Light এবং Shadow ফিচার সাপোর্ট করবে। এছাড়া, ফোনের সঙ্গে আসতে পারে Hasselblad Professional Photography Kit।
সম্ভাব্য মডেল
এখনও অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে নিশ্চিত করা হয়েছে আগামী অক্টোবরেই চীনে ডেবিউ করবে এই সিরিজ। লঞ্চ হতে পারে—
- Oppo Find X9
- Oppo Find X9 Pro
এছাড়া রিপোর্ট বলছে, কোম্পানি Find X9 Plus এবং Find X9 Ultra নিয়েও কাজ করছে, যা ২০২৬ সালে বাজারে আসতে পারে।
প্রতিদ্বন্দ্বিতা
এই নতুন সিরিজ সরাসরি টক্কর দেবে:
- Samsung Galaxy S26 সিরিজ
- Vivo X300 সিরিজ
- iPhone 17 সিরিজ
যারা মোবাইলে DSLR-এর মতো ক্যামেরা ও প্রিমিয়াম পারফরম্যান্স চান, তাদের জন্য Oppo Find X9 সিরিজ হতে পারে দারুণ একটি অপশন।
কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে Oppo Find X9 সিরিজ। দাম ও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ঘোষণার পরই বোঝা যাবে সিরিজটি কতটা আপগ্রেডেড। তবে ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি একটি প্রতীক্ষিত সিরিজ হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।