Oppo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Find X9 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই মাসে চীনে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনটি লঞ্চ করা হবে। এবার লিকের মাধ্যমে সিরিজের টপ মডেল Find X9 Ultra ফোনের সম্পর্কে তথ্য জানা গেছে। এটি কোম্পানির সবচেয়ে অসাধারণ ক্যামেরা সহ ফোন হয়ে উঠতে পারে। কোম্পানি তাদের Ultra মডেলটি Find X9 সিরিজ থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রিমিয়াম ফিচার সহ লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Find X9 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Find X9 Ultra ফোনটিতে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর ফলে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি গত বছরের Find X8 Ultra ফোনেও একই সেটআপ দেওয়া হয়েছিল। তবে Find X8 Pro ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ডুয়েল টেলিফটো সেন্সর ছিল। এবারের Ultra মডেলটি ক্যামেরা কনফ্রিগ্রেশনের জন্য অন্যান্য মডেল থেকে অ্যাডভান্স হবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটিতে 200MP Sony IMX09E (LYT990) প্রাইমারি সেন্সর থাকতে পারে। এছাড়া রিপোর্ট অনুযায়ী Find X9 Ultra ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। সবচেয়ে বোর কথা এই চিপসেট শুধুমাত্র Ultra মডেলে থাকবে। তবে Find X9 ও Find X9 Pro ফোনে আলাদা প্রসেসর থাকতে পারে।
সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ওপ্পো তাদের Find X9 Ultra ফোনটি সিরিজের অন্যান্য মডেলের তুলনায় আলাদা এবং প্রিমিয়াম ফিচার সহ লঞ্চ করতে পারে। এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 এবং 200MP জক্যামেরা সেন্সর সহ ফোনটি আপকামিং সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন হয়ে উঠতে পারে। এখগন পর্যন্ত লঞ্চ টাইললাইন জানা যায়নি, তবে 2026 সালে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আপকামিং Xiaomi 17 Ultra, Honor Magic 8 সিরিজ এবং Vivo X300 Ultra ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং প্রিমিয়াম ফোন খুঁজছেন, তাঁরা Oppo Find X9 Ultra ফোনটির অপেক্ষা করতে পারেন। এই ফোনের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।