বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OPPO বর্তমানে বাজারে এনে চলেছে একের পর এক স্মার্টফোন। তবে বর্তমানে যেই স্মার্টফোনটি আলোচনায় রয়েছে সেটি হল OPPO A78 4G। বর্তমানে 5G-জমানায় এটি একটি 4G স্মার্টফোন। আর এই কারণে দামও অনেকটাই কম হবে তা আর বলার অপেক্ষা রাখে না। লঞ্চ হওয়ার আগে স্মার্টফোনটি বিভিন্ন ওয়েব সাইটে দেখা গিয়েছে। এটির স্পেসিফিকেশন, ফিচার্স সহ সবকিছু প্রকাশ্যে এসেছে।
আর এরপর থেকে আলোচনায় উঠে এসেছে এটি। টিপস্টার সুধাংশু সেই রেন্ডার শেয়ার করে আরও অনেক তথ্য দিয়েছেন। তবে জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে OPPO A78 4G-এ। এর আগে এই মডেলের একটি 5G ভার্সন বাজারে এনেছিল কোম্পানি। তবে এবার 4G মডেল আনল সংস্থা। অর্থাৎ কম দামে এটি বাজারে এনেছে বলে মনে করা হচ্ছে। নতুন OPPO A78 4G স্মার্টফোনটির ডিজাইনে ডিসপ্লের উপরের বাঁ কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে।
পিছনের প্যানেলে দু’টি রিং সহ একটি গোল ক্যামেরা মডিউল থাকবে। যেখানে পেয়ে থাকবে দু’টি সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এতে থাকতে পারে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর।পাওয়ার ও ভলিউম বোতাম রাখা হবে ডান পাশে। এটিতে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। FHD ও রেজোল্যুশন সহ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট থাকতে পারে।
এটিতে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। এর পাশাপাশি থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। যার ফলে স্মার্টফোনটি দ্রুত চার্জ হবে।Oppo A78 4G স্মার্টফোনটি একাধিক রঙে পাওয়া যাচ্ছে। সবুজ, কালো রঙে এটি পাওয়া যাবে। আগের লঞ্চ হওয়া 5G মডেলটির দাম ছিল ১৮,৯৯৯ টাকা। যেহেতু এটি 4G তাই মনে করা হচ্ছে এই মডেলটির দাম কম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।