বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে OPPO K13 ফোনটি লঞ্চের পরের দিনই অর্থাৎ আজ চীনে নতুন OPPO K12s স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনটি অনেকটা ভারতে লঞ্চ করা OPPO K13 ফোনের মতোই। OPPO K13 ফোনে 8GB RAM দেওয়া হলেও চীনে OPPO K12s ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। চীনের মডেলটির একটি Star White কালার অপশনও বাজারে আনা হয়েছে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
OPPO K12s ফোনের স্পেসিফিকেশন (চীন)
6.67″ 120Hz AMOLED Display
Qualcomm Snapdragon 6 Gen 4
50MP Back Camera
16MP Front Camera
7,000mAh Battery
80W SuperVOOC
ডিসপ্লে
OPPO K12s ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 × 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্মুথ স্ক্রলিং ও গেমিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যায়।
পারফরমেন্স
এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Adreno 810 GPU রয়েছে। ফোনটি Android 15 বেসড ColorOS 15 কাস্টম স্কিনে কাজ করে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সরও রয়েছে।
স্টোরেজ
OPPO K12s ফোনটি 8GB এবং 12GB LPDDR4X RAM অপশনে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB, 256GB এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO K12s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি মোনোক্রোম লেন্স রয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
OPPO K12s ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের 7000mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে এই ফোনে একই সঙ্গে দীর্ঘ ব্যাকআপের পাশাপাশি দারুণ ফাস্ট চার্জিং স্পীড উপভোগ করা যায়।
আগামী 25 এপ্রিল থেকে চীনে OPPO K12s ফোনের সেল শুরু হবে। এই ফোনটি Rose Purple, Prism Black এবং Star White কালার অপশনে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।