বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই ভারতে ওপ্পো তাদের Oppo K13 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই মাসের শেষের দিকে ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি টিজ করা হচ্ছে। তবে টিজারের মাধ্যমে ফোনের লুক দেখানো হয়নি, কিন্তু আপকামিং ফোনের নাম দেখা যাচ্ছে।
ভারতে Oppo K13 5G ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট
ওপ্পোর পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Oppo K13 5G ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়নি। তবে রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। 2025 সালের 24 এপ্রিলের মধ্যে Oppo K13 ফোনটি লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এটি শুধুমাত্র একটি সম্ভাব্য লঞ্চ ডেট এবং কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি।
ভারতে Oppo K13 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Oppo K13 5G ফোনের ভারতীয় দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে লিক এবং বাজারে সমালোচনার ভিত্তিতে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। পাওয়া তথ্য অনুযায়ী এই দিন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের সেল শুরু হবে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে ফোনটি 20 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে।
Oppo K13 এর স্পেসিফিকেশন (লিক)
লিক অনুযায়ী Oppo K13 ফোনটিতে 7,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। OPPO K13 স্মার্টফোনটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 6.5 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ পেশ করা হবে।
ফটোগ্রাফির জন্য OPPO K13 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অন্যদিকে এই 5জি ফোনে আইআর ব্লাস্টার ফিচার এবং আইপি69 রেটিং দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই ফোনের সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য পরবর্তী সময়ের অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।