বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে চলে এল জনপ্রিয় ব্র্যান্ড Oppo-র রেনো ১০ সিরিজের একাধিক মডেল। মোট তিনটি মডেল লঞ্চ করেছে। সেগুলি হল— Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G। রেনো ১০ সিরিজের প্রত্যেকটা মডেলই একে অপরকে টক্কর দিচ্ছে।
কী কী ফিচার্স রয়েছে রেনো ১০ সিরিজে? এই তিনটি মডেলেই থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে প্যানেল। প্রতিটি মডেলের স্টোরেজ ২৫৬ জিবি । তবে ক্যামেরা, প্রসেসর সহ অন্যান্য বিভাগে বিস্তর ফারাক রয়েছে প্রত্যেকটি মডেলেই।
Oppo Reno 10
ডিসপ্লে: ৬.৭৪-ইঞ্চির কার্ভড OLED হোল-পাঞ্চ স্টাইলের ডিসপ্লে প্যানেল।
প্রসেসর: এই মডেলে থাকছে MediaTek Dimensity 7050 চিপসেট। সেইসঙ্গে এতে থাকছে ৮ জিবি র্যাম।
ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা।
ব্যাটারি: 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি সঙ্গে থাকছে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট।
Reno 10 Pro মডেলে Snapdragon 778G এবং Reno 10 Pro+ 5G মডেলে থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। দুই মডেলই ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবির স্টোরেজ থাকছে।
ক্যামেরা: রেনো ১০ প্রো মডেলে থাকছে OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত ট্রিপল ক্যামেরা ফেসিলিটি।আর রেনো ১০ প্রো প্লাসে থাকছে OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
ব্যাটারি: রেনো ১০ প্রো মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 4600 mAh। সেইসঙ্গে থাকছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রেনো ১০ প্রো প্লাসে থাকছে 4700 mAh ব্যাটারি ক্যাপাসিটি আর ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।