একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করলো অপো, জেনে নিন ফিচার্স

Reno 10

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে চলে এল জনপ্রিয় ব্র্যান্ড Oppo-র রেনো ১০ সিরিজের একাধিক মডেল। মোট তিনটি মডেল লঞ্চ করেছে। সেগুলি হল— Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G। রেনো ১০ সিরিজের প্রত্যেকটা মডেলই একে অপরকে টক্কর দিচ্ছে।

Reno 10

কী কী ফিচার্স রয়েছে রেনো ১০ সিরিজে? এই তিনটি মডেলেই থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে প্যানেল। প্রতিটি মডেলের স্টোরেজ ২৫৬ জিবি । তবে ক্যামেরা, প্রসেসর সহ অন্যান্য বিভাগে বিস্তর ফারাক রয়েছে প্রত্যেকটি মডেলেই।

Oppo Reno 10

ডিসপ্লে: ৬.৭৪-ইঞ্চির কার্ভড OLED হোল-পাঞ্চ স্টাইলের ডিসপ্লে প্যানেল।

প্রসেসর: এই মডেলে থাকছে MediaTek Dimensity 7050 চিপসেট। সেইসঙ্গে এতে থাকছে ৮ জিবি র‍্যাম।

ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা।

ব্যাটারি: 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি সঙ্গে থাকছে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট।

Reno 10 Pro মডেলে Snapdragon 778G এবং Reno 10 Pro+ 5G মডেলে থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। দুই মডেলই ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবির স্টোরেজ থাকছে।

ক্যামেরা: রেনো ১০ প্রো মডেলে থাকছে OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত ট্রিপল ক্যামেরা ফেসিলিটি।আর রেনো ১০ প্রো প্লাসে থাকছে OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।

আইফোনে যেভাবে আইওএস-১৭ ইনস্টল করা যাবে

ব্যাটারি: রেনো ১০ প্রো মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 4600 mAh। সেইসঙ্গে থাকছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রেনো ১০ প্রো প্লাসে থাকছে 4700 mAh ব্যাটারি ক্যাপাসিটি আর ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।