বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ক্যামেরার সঙ্গে AI ফিচার নিয়ে OPPO Reno 12 সিরিজ

OPPO Reno 12

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো তাদের Reno12 5G সিরিজের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 12 জুলাই ভারতীয় বাজারে আপকামিং সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno12 5G এবং Reno12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। OPPO এর আপকামিং দুটি স্মার্টফোনে স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ AI ফিচার দেওয়া হবে।

OPPO Reno 12

ভারতে OPPO Reno 12 সিরিজের লঞ্চ ডিটেইলস
আগামী 12 জুলাই OPPO Reno 12 এবং Reno 12 Pro 12 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। বলিউড অভিনেতা রণবীর কাপুর নতুন Reno 12 সিরিজ প্রোমোট করছেন এবং এর সঙ্গে #EverydayAI হ্যাশট্যাগ ব্যাবহার করা হয়েছে। এই ট্যাগলাইন আপকামিং ফোনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারকে বোঝানো হয়েছে। আগামী 12 জুলাই দুপুর বেলা OPPO Reno12 5G এবং Reno12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা এবং এই ফোনের সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনের লাইভ ঘোষণা দেখা যাবে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন
প্রসেসর: প্রসেসিঙের জন্য Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ডিসপ্লে: OPPO Reno 12 Pro স্মার্টফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ফুলএচডি + Curved ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই OPPO Reno 12 5G স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং Reno 12 Pro 5G স্মার্টফোনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরা: এই দুটি ফোনেই ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের বেস মডেলে 50MP + 8MP + 2MP ক্যামেরা সেন্সর এবং Oppo Reno 12 Pro 5G স্মার্টফোনে 50MP + 50MP + 8MP ট্রিপল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

পাসওয়ার্ড এর বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

OPPO Reno 12 সিরিজের দাম (লিক)
OPPO Reno12 এবং Oppo Reno 12 Pro স্মার্টফোন দুটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী Oppo Reno 12 5G স্মার্টফোনের দাম 30 হাজার টাকা এবং অফার সহ এর দাম 28,999 টাকা রাখা হতে পারে। এই সিরিজের টপ Oppo Reno 12 Pro 5G মডেলের দাম 40 হাজার টাকা এবং এর এফেক্টিভ দাম 38,999 টাকা হতে পারে।