বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই বছর জানুয়ারি মাসে ভারতের বাজারে Reno 12 সিরিজের সাক্সেসার হিসাবে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার মাত্র কয়েক মাস পরেই সিরিজের Reno 13 ফোনের একটি নতুন Sky Blue কালার অপশন এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। নতুন কালার এবং RAM/স্টোরেজ অপশন ছাড়া ফোনের অন্যান্য হার্ডওয়্যারের কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন কালার এবং মেমরি অপশন সম্পর্কে।
OPPO Reno 13 ফোনের 12GB+512GB ভেরিয়েন্টের দাম
OPPO Reno 13 ফোনটি ভারতে নতুন Sky Blue কালার অপশনে পেশ করা হয়েছে। আগে এই ফোনটি Luminous Blue এবং Ivory White কালারে সেল করা হত।
Reno 13 ফোনের Sky Blue কালার অপশন নতুন 12GB + 512GB অপশন এবং আগের 8GB + 256GB মডেলে সেল করা হবে।
OPPO Reno 13 ফোনটির 12GB + 512GB মডেল Sky Blue কালারে 43,999 টাকা দামে সেল করা হবে। একইভাবে ফোনের 8GB + 256GB সহ Sky Blue অপশনের দাম 39,999 টাকা রাখা হয়েছে, জানিয়ে রাখি এই মডেলটি আরও দুটি কালারে সেল করা হয়।
নতুন কালার ও মেমরি অপশন আগামী 20 মার্চ থেকে Flipkart, OPPO e-store এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
OPPO Reno 13 ফোনটি 8GB/128GB স্টোরেজ মডেলেও সেল করা হয়, এটির দাম 37,999 টাকা।
OPPO Reno 13 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO Reno 13 ফোনটিতে 1272 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং, 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 8350 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony LYT600 OIS প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ব্যাটারি 5 বছরের ডিউরেবিলিটি সহ পেশ করা হয়েছে।
ওএস: OPPO Reno 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষা জন্য OPPO Reno 13 ফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলেও 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে।
অন্যান্য ফিচার: এই ফোনে সিকিউরিটি এবং ফোন আনলকের জন্য ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP66/68/69 রেটিং যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে OPPO Reno 13 ফোনে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।