OPPO Reno 13, Reno 13 Pro পানির নিচে ছবি ও ভিডিও তোলার স্মার্টফোন
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ OPPO Reno 13, Reno 13 Pro এবং Reno 13F। বাংলাদেশি বাজারে এই ফোনগুলো ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে পানির নিচে ছবি ও ভিডিও ধারণের অত্যাধুনিক ফিচার এই সিরিজের মূল আকর্ষণ।
পানির নিচে ছবি ও ভিডিও ধারণে প্রথম অপো বাংলাদেশের প্রোডাক্ট ট্রেনিং ম্যানেজার এম এইচ রাকিব জানান, OPPO Reno 13 এবং Reno 13 Pro মডেলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফিচার সংযুক্ত করা হয়েছে, যা দেশের বাজারে প্রথম। এই ফিচারের মাধ্যমে পানির ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
আধুনিক এআই কালার ক্যালিব্রেশন পানির নিচে ফটোগ্রাফি ও ভিডিও ধারণের সময় আলোর স্বল্পতা এবং রঙের অসঙ্গতি দূর করতে অপোর অত্যাধুনিক এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ফোকাস, রং এবং কনট্রাস্ট উন্নত করে নিখুঁত ছবি তুলতে সহায়তা করে।
নতুন এআই লাইভ ফটো ফিচার OPPO Reno 13 এবং Reno 13 Pro মডেলে এআই লাইভ ফটোর নতুন ফিচার যুক্ত হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শাটার প্রেস করার আগে ও পরে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে। ফলে ব্যবহারকারীরা মুহূর্তের আগে ও পরের অংশও সংরক্ষণ করতে পারবেন।
উন্নত ডকুমেন্টেশন টুলস দৈনন্দিন ব্যবহার সহজ করতে এই সিরিজে এআই প্রযুক্তি-সমৃদ্ধ ডকুমেন্টেশন টুলস সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডকুমেন্টস অ্যাপ, যা লেখা সামারাইজেশন ও এডিটিং সুবিধা দেয়। এছাড়াও, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিস্ট্যান্ট নোটস অ্যাপ রয়েছে।
অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন OPPO Reno 13 এবং Reno 13 Pro মডেলে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট, ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন রয়েছে। ক্যামেরা সেকশনে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
POCO X6 Neo 5G: মাত্র 11,999 টাকায় 108MP ক্যামেরার সেরা ফোন!
ব্যাটারি ও চার্জিং OPPO Reno 13 সিরিজে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
মূল্য ও বাজারজাতকরণ বাংলাদেশে OPPO Reno 13 এর মূল্য প্রায় ৬৫,০০০ টাকা এবং OPPO Reno 13 Pro মডেলের মূল্য প্রায় ৮০,০০০ টাকা হতে পারে।
অপো রেনো ১৩ সিরিজের স্মার্টফোনগুলো উদ্ভাবনী ফিচারের কারণে গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। পানির নিচে ফটোগ্রাফি, উন্নত এআই ফিচার এবং শক্তিশালী হার্ডওয়্যারের সংমিশ্রণ অপোকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।