বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো ভারতে Oppo Reno 13 Series আসবে বলে নিশ্চিত করেছে। ওপ্পো ভারতের ওয়েবসাইট এবং Flipkart সাইটে Reno 13 এবং Reno 13 Pro এর কালার ভ্যারিয়্যান্ট প্রকাশ হয়েছে। এখানে ওপ্পো রেনো 13 সিরিজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে আপকামিং 5জি ফোনের ছবি এবং ডিজাইন প্রকাশ হয়েছে।
Oppo Reno 13 সিরিজের কালার ভ্যারিয়্যান্ট কী হবে
আপকামিং ওপ্পো রেনো ফোনের সিরিজের আওতায় দুটি ফোন রেনো 13 এবং রেনো 13 প্রো বাজারে আনা হবে। এগুলিকে কোম্পানি OPPO AI Phone বলে জানিয়েছে।
কোম্পানি নিশ্চিত করেছে যে রেনো 13 5জি দুটি কালার আইভারি হোয়াইট এবং লিউমিনস ব্লু অপশনে আসবে। কোম্পানির অনুযায়ী, ব্লু ভ্যারিয়্যান্ট, যা বিশেষভাবে ভারতীয় বাজারের জন্য ডিজাইন করা হয়েছে। ফোনের ক্যামেরা আইল্যান্ড এর চারদিকে একটি গ্লো ইফেক্ট দেয়। পাশাপাশি, রেনো 13 প্রো 5জি দুটি কালার মিস্ট মিস্ট ল্যাভেন্ডার এবং গ্রেফাইট গ্রে অপশনে আসবে।
ওপ্পো রেনো 13 সিরিজে স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে
ফিচারের কথা বললে, রেনো 13 সিরিজে এয়রোস্পেস গ্রেড এলুমিনিয়াম ফ্রেম থাকবে। রেনো 13 এর হোয়াইট এডিশনের থিকনেস মাত্র 7.24mm হবে, যা ব্লু মডেলটি মাত্র 7.29mm হবে। দুটি স্মার্টফোনে গরিল্লা গ্লাস 7i থাকবে।
নতুন ডিজাইনে লঞ্চ হল Infinix NOTE 40 Series Racing Edition, রইল দাম ও বিস্তারিত
লিস্টিং থেকে জানা গেছে যে এটি Mediatek Dimensity 8350 বা Dimensity 8300 প্রসেসরে কাজ করবে। এছাড়া এই ফোনের সাথে 12 জিবি RAM এবং Android 15 দেওয়া হবে। সংস্থার তরফে এখন পর্যন্ত ওপ্পো রেনো 13 ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।