বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্লোবাল টেক ব্র্যান্ড OPPO নিয়ে এলো নতুন Reno 13 সিরিজ, যা দেশের প্রথম স্মার্টফোন হিসেবে পানির নিচে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সুবিধা দিচ্ছে। Reno 13 সিরিজের দুটি মডেল— OPPO Reno 13 5G ও OPPO Reno 13 F।
পানির নিচে ফটোগ্রাফির নতুন যুগ
OPPO বাংলাদেশের প্রোডাক্ট ট্রেনিং ম্যানেজার এম এইচ রাকিব জানান, এই স্মার্টফোনের আন্ডারওয়াটার ক্যামেরা ফিচার ব্যবহার করে ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা যাবে। স্মার্টফোনটিতে AI Color Calibration Algorithm রয়েছে, যা পানির নিচে আলোর ভারসাম্য ঠিক রেখে স্বচ্ছ ও প্রাণবন্ত রং তৈরি করতে সক্ষম।
নতুন AI লাইভ ফটো ফিচার
Reno 13 সিরিজে রয়েছে AI Live Photo প্রযুক্তি, যা লাইভ ফটোকে আরও উন্নত ও গতিশীল করে। শাটার প্রেসের আগে ও পরে স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করা হয়, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্মরণীয় মুহূর্ত ধরে রাখার সুযোগ করে দেয়।
iQOO Neo 10R: ভারতের বাজারে আসছে শক্তিশালী ফিচারের স্মার্টফোন
ডকুমেন্টেশনের জন্য শক্তিশালী AI টুলস
দৈনন্দিন ব্যবহারের জন্য OPPO Reno 13 সিরিজে রয়েছে আরও উন্নত AI-সমৃদ্ধ ডকুমেন্টেশন টুলস। এর মধ্যে রয়েছে—
Documents App: লেখা সামারাইজ ও এডিটিংয়ের জন্য বিশেষভাবে তৈরি।
AI Assistant Notes: ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশনের সুবিধা নিশ্চিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।