এই বছর অপো তাদের মিড রেঞ্জের জন্য রেনো সিরিজের দুটি স্মার্টফোন গ্লোবাল মার্কেটে রিলিজ করেছে। স্মার্ট ফোন দুটির নাম হলো oppo reno 7 ও oppo reno 8 5g। এই স্মার্টফোন ইউরোপিয়ান মার্কেটে সবার আগে এসেছে। তারপর এশিয়ার মার্কেটে আস্তে আস্তে রিলিজ করা হচ্ছে। আজকের আর্টিকেলে এ দুটি স্মার্ট ফোনের মধ্যে স্পেসিফিকেশন এর পার্থক্য তুলে ধরা হবে।
অপো রেনো সেভেন এর স্পেসিফিকেশন
এটির ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি প্লাস। এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ১০৮০*২৪০০। এখানে স্ন্যাপড্রাগন ৬৮০ এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
মেমোরি হিসেবে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আপনি চাইলে ২৫৬ জিবি স্টোরেজার ভ্যারিয়েন্ট ব্যবহার করতে পারেন।
কালার OS সিস্টেম ব্যবহার করা হয়েছে যা এন্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে কাজ করবে। মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফাস্ট চার্জিং এর ফিচার রয়েছে।
অপো রেনো ৮ এর স্পেসিফিকেশন
অপো রেনো ৭ এবং অপো রেনো ৮ এর ডিসপ্লের ফিচারের মধ্যে কোন পার্থক্য নেই। ডিসপ্লের সাইজ, রেজুলেশন এবং প্যানেল একই। এখানে আরো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। রামের দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ৮ জিবি র্যাম ও অন্যটি ১২ জিবি র্যাম। স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবির দুইটি ভেরিয়েন্ট।
কালার OS সিস্টেম ব্যবহার করা হয়েছে যা অ্যান্ড্রয়েড ১১ এর উপর ভিত্তি করে কাজ করবে। মেইন ক্যামেরা হচ্ছে ৬৪ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল। দুটি স্মার্টফোনের মধ্যে ব্যাটারি এর ফিচার এর মধ্যে কোন পার্থক্য নেই।
শেষ কথা
আপনার কাছে ram এবং প্রসেসর এই দুইটি বিষয় মুখ্য হলে অপো রেনো ৮ ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে ফাইভ-জি এর সুবিধা পাবেন যা অপো রেনো সেভেন এ অনুপস্থিত। তবে অপো রেনো সেভেনে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম আছে যা অপো রেনো ৮ এ নেই। তাছাড়া এটির সেলফি ক্যামরাও যথেষ্ট ভালো। সেই হিসেবে অপো রেনো সেভেন অপো রেনো ৮ এর থেকে কিছুটা এগিয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।