Oppo Reno Series চায়নাতে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো ভারতসহ বাংলাদেশে পাওয়া যাবে। রেনো ৭ সিরিজের তিনটি ফোন লঞ্চ করেছে কোম্পানি। Oppo Reno7 5G, Oppo Reno7 Pro 5G এবং Oppo Reno7 SE 5G। এই সিরিজের সবচেয়ে ছোটো এবং সস্তা মডেলটি হলো অপো রেনো ৭ এসই।
OPPO Reno 7SE এর ফিচার, স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো-
অপো রেনো ৭ এসই ৫জি স্পেসিফিকেশন
অপো স্মার্টফোনটিকে ২৪০০ × ১০৮০ পিক্সেল রেজল্যুশনে ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করেছে যা ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। রেনো7 এসই মডেলটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি যুক্ত করে বাজারে এনেছে যা কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেক্টেড।
OPPO Reno 7 SE 5G Phone অ্যান্ড্রয়েড ১১ তে কালারওএস ১২ এ কাজ করে যার মধ্যে ২.৪ গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ ৬ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মানসিটি ৯০০ চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য ফোনটি মালি জি৬৮ জিপিইউ সাপোর্ট করে। চায়নাতে ফোনটি ৮ জিবি র্যামসহ পাওয়া যাচ্ছে যা ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে।
অপো রেনো৭ এসই 5জি ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সহ মার্কেটে প্রবেশ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/১.৭ অ্যাপার্চার যুক্ত ৪৮ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৫৮১ সেন্সর দেওয়া হয়েছে যা ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্সের সাথে কাজ করে। সেল্ফির জন্য এই ফোনটি ১৬ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৪৭১ সেন্সর সাপোর্ট করে।
OPPO Reno 7SE একটি ডুয়াল সিম ফোন যা ৫জি সহ ৪জিতেও কাজ করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে যা ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চাইনিজ বাজারে ওপ্পোর এই ফোনটিকে Morning Gold, Moon Night Black এবং Star Rain Wish কালারে লঞ্চ করা হয়েছে। ষ
অপো রেনো ৭ এসই ৫জি দাম
অপো রেনো৭ এসই ৫জি ফোনটি চিনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ফোনটির বেস ভেরিয়েন্টটি ৮ জিবি র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট করে এবং এই ফোনটির দাম ২১৯৯ ইউয়ান। ফোনটির বড়ো ভেরিয়েন্টটিকে 8 জিবি র্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজে লঞ্চ করা হয়েছে যার প্রাইস ২৩৯৯ ইউয়ান। এOPPO Reno 7SE ফোনের দাম বাংলাদেশি টাকায় প্রায় ২৮,৫০০ টাকা এবং ৩০,০০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।