বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে আরও একটি ফিচার প্যাকড ফোন। যা স্মার্টফোনপ্রেমীদের ঘুরিয়ে দিতে চলেছে মাথা। এবার সামনে এল তারই ফার্স্ট লুক।
সম্প্রতি অপো সামনে এনেছে তাঁদের আপকামিং লঞ্চ Oppo Reno 8T-র ফিচার, ডিজাইন ও স্পেশিফিকেশনের বিষয়ে বেশ কিছু তথ্য। গত বছর নভেম্বরেই রেনু ৯ সিরিজ ঘোষণা করেছে চিনা এই সংস্থাটি।
তখন থেকেই জল্পনা চলছে, রেনু ৯ সিরিজের পরেই লাইনে রয়েছে অপোর এই মডেলটি। যা নিয়ে স্মার্টফোনপ্রেমীদের মনে উত্তেজনার শেষ নেই। বেশ কিছু বছর ধরে স্মার্টফোনের বাজারে পাকাপাকি জায়গা ধরে রেখেছে এই চিনা ব্র্যান্ডটি।
অপো যে মাদার সংস্থা BBK Technologies কিন্তু স্মার্টফোনের দুনিয়ায় একচেটিয়া জায়গা ধরে রেখেছে। Vivo, Realme, OnePlus, iQOO-এর মতো একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ব্র্যান্ড রয়েছে এই সংস্থাটির। ফলে নিজেদের শাখা সংস্থাদের সঙ্গেই রীতিমতো প্রতিযোগিতায় নামতে হয় Oppo-কে।
এবার সেই প্রতিযোগিতার ময়দানে নয়া অস্ত্র নিয়ে নামল অপো। ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে Oppo-এর এই নয়া মডেলটি নিয়ে। ইতিমধ্যেই নতুন এই মডেলের বেশ কিছু স্পেশিফিকেশন ও ফিচারের কথা সামনে এনেছে অপো।
এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে দুটি রঙের ভেরিয়েশনে আসতে চলেছে এই ফোনটি। একটি মিলবে Midnight Black-এ, অন্যটি মিলবে Sunset Orange রঙের ভেরিফিকেশনে। ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে ৫জি নেটওয়ার্ক। খুব শিগগিরই দেশের প্রতিটি কোণায় এই দ্রুততম নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে Airtel, Jio-র মতো টেলিকম সংস্থাগুলি। স্বাভাবিক ভাবেই বাজারে চাহিদা বেড়েছে ৫জি ফোনের। অপোর এই নতুন মডেলটিরও রয়েছে ৫জি ভেরিয়েন্ট।
অপোর গ্লো ডিজাইন পাওয়া যাবে শুধুমাত্র ৫জি ভেরিয়েন্টেই। তাও আবার শুধু Midnight Black ভেরিয়েন্টে। Sunset Orange পাওয়া যাবে লেদার ফিনিশিংয়ে।
দেখনদারী তো হল, এবার আসা যাক গুণের কথায়। ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে চলেছে মডেলটি। Twitter-এ খোদ এ কথা জানানো হয়েছে সংস্থার তরফে।
তার সঙ্গে থাকছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। বেশ কিছু সার্টিফিকেশনের সঙ্গে আসতে চলেছে Oppo-র এই নয়া মডেল। 5G, LTE, WiFi, Bluetooth, NFC, এবং GPS connectivity-র মতো সুবিধা তো থাকছেই।
তার সঙ্গেই ইউজার পাবেন ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। একটি রিপোর্ট জানাচ্ছে, 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধার সঙ্গে আসতে চলেছে Oppo-র এই নতুন মডেলটি। তবে কবে আসবে এই ফোন তা এখনও জানা যায়নি। তবে মনে হচ্ছে, আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের ফোনটির জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।