OPPO সম্প্রতি ভারতে Reno 14 সিরিজে Reno 14 এবং Reno 14 Pro লঞ্চ করেছে। এবার সিরিজের তৃতীয় ফোন, OPPO Reno 14 FS 5G-এর ছবি ও স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই নতুন স্মার্টফোনটিও স্টাইলিশ ডিজাইন ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে।
OPPO Reno14 FS 5G ফোনের ছবি (লিক)
OPPO Reno14 FS 5G ফোনটি দেখতে অনেকটা সিরিজের Reno14 এবং Reno14 Pro ফোনের মতোই। ফোনটির ক্যামেরা মডিউলটি স্কোয়ার শেপের। এতে ভার্টিক্যাল শেপে দুটি বড় লেন্স রয়েছে এবং এই সেটআপের মধ্যেই আরেকটি ছোট সেন্সর পাশে অবস্থিত। এই তৃতীয় লেন্সটির ওপর ফ্ল্যাশ লাইট রয়েছে।
লিকে Reno14 FS ফোনটি Green এবং White কালার অপশনে দেখা গেছে। ফোনটির সবুজ মডেলে মেটালিক এফেক্ট সহ ম্যাট ফিনিশ রয়েছে এবং সাদা মডেলে গ্লাসি ফিনিশ দেখা গেছে। ফোনটির মোবাইল স্ক্রিন ফ্ল্যাট এবং ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট অবস্থিত।
OPPO Reno14 FS 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.57″ Flat AMOLED Display
- Qualcomm Snapdragon 6 Gen 1
- 12GB RAM + 512GB Storage
- 50MP Triple Rear Camera
- 32MP Front Camera
- 6,000mAh Battery
- 45W SUPERVOOC
ডিসপ্লে
লিক অনুজায়ু OPPO Reno14 FS 5G ফোনে 2370 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হবে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
পারফরমেন্স
OPPO Reno14 FS 5G ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর থাকবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 1.8GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আরও জানা গেছে এই ফোনে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO Reno14 FS 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। লিক থেকে জানা গেছে, এই সেটআপে 50MP OIS প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি
লিক অনুযায়ী এই ফোনটিতে বড় ব্যাটারি যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
অন্যান্য ফিচার
OPPO Reno 14 FS 5G ফোনে কানেক্টিভিটির জন্য Wi-Fi 5 এবং Bluetooth 5.1 এর সঙ্গে NFC সাপোর্ট যোগ করা হবে। লিক অনুযায়ী, এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং থাকবে। এই ফোনটির ডায়মেনশন 158.2 x 75 x 7.76mm এবং ওজন 181 গ্রাম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।