স্বাস্থ্যের সকল বার্তা দেবে অপোর এই স্মার্টওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হার্ট রেট, রক্তে অক্সিজেনের পরিমান কিংবা ঘুমের পরিমান জানানোসহ স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য দিতে বাজারে এলো নতুন স্মার্টওয়াচ। ডিজিটাল এই হাতঘড়ি আনছে অপো। মডেল অপো ওয়াচ ৪ প্রো।

এই স্মার্টওয়াচটিতে একটি আয়তক্ষেত্রাকার ডায়াল রয়েছে। টিজার পোস্টার অনুযায়ী অপো ওয়াচ ৪ প্রো মডেলে একটি এলটিপিও অ্যামোলিড ডিসপ্লে থাকছে।

ডিভাইসটি চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন ১ এবং বিইএস ২৭০০ সহ ডুয়েল চিপসেটে।

নতুন এই ওয়াচটিতে রয়েছে ফুল কালার ডিসপ্লে। এতে তাপমাত্রা সেন্সর রয়েছে। ডিভাইসটি হাতে পরে থাকার সময় এটি আপনার শরীরের তাপমাত্রা বলে দিতে পারবে।

অপোর নতুন এই ঘড়িতে বিভিন্ন ধরনের সেন্সর আছে। যার মধ্যে থাকছে, এগুলো হলো- হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, তাপমাত্রা সেন্সর। এছাড়াও এতে থাকা ইসিজি সেন্সরের সাহায্যে সঠিক হেলথ ট্র্যাকিং করা যাবে। এমনকি এই স্মার্টওয়াচটিতে ২জিবি অপারেশনাল মেমরি থাকবে।

অপো ওয়াচ ৩ প্রোর আপগ্রেড ভ্যারিয়েন্ট হবে ওয়াচ ৪ প্রো।