গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো সম্প্রতি বাজারে নিয়ে আসে এ সিরিজের নতুন স্মার্টফোন OPPO A16K। ফোনটি বাজারে আসার পর থেকে অপো ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
ডিসপ্লেঃ
অপো এ ১৬ কে মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল।
বডিঃ
OPPO A16K মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.০X৭৫.৪X৭.৮৫ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৭৫ গ্রাম।
হার্ডওয়্যার:
oppo a16 k ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৫ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে পাওয়ার ভি আর জি ই ৮৩২০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ২৫৬ জিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অপো এ ১৬ কে মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,২৩০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।
ক্যামেরাঃ
অপো এ ১৬ কে তে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, গাইরো- ই আই এস এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।
মূল্যঃ
oppo a16k মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৮,০৯৯ টাকা।
OPPO Reno6: বহুল প্রতীক্ষিত অপো রেনো ৬ বাজারে, দামসহ বিস্তারতি জানুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।