জুমবাংলা ডেস্ক : রাজধানীর ওয়েস্টিন হোটেলে পিএফইসি গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। এক্সপো’টিতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি তাদের কোর্স, স্কলারশিপ, অ্যাডমিশন ও পড়াশুনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন।
আগামী ১৯ই আগস্ট শনিবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই এডুকেশন এক্সপো।
শিক্ষার্থীরা এক্সপো চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। সেই সাথে থাকছে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত বৃত্তির সুবিধার পাশাপাশি কোন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন। সেইসঙ্গে পাঁচ বছর পর্যন্ত অধ্যয়ন-পরবর্তী কাজের অধিকার ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে তারা সরাসরি প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।
অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করলে পেয়ে যাবে একটি ট্যাব। তাছাড়া, সকল শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে ২৫% ছাড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।