বিনোদন ডেস্ক : শাহরুখকে এক নজর দেখার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। এবার তার বাড়িতেই অতিথি হয়ে থাকার সুযোগ দিচ্ছেন বলিউড বাদশা ও তার স্ত্রী গৌরী।
শাহরুখের লস অ্যাঞ্জেলেসের যেই ভিলাটিতে ভাড়া থাকা যায় তা সান্তা মনিকা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্ব। হলিউডের পশ্চিম পাশে।
তবে সাদা রঙের বিলাসবহুল ভিলাটিতে থাকতে হলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কারণ, ‘বলিউড বাদশা’র বাড়িতে থাকতে হলে খরচও করতে হবে বাদশার মতো।
ছয়টি প্রশস্ত রুমের এই ভিলাটির ভেতরে সাদা ও বিজ রঙ দিয়ে সাজানো হয়েছে। আছে প্রাইভেট জাকুজি। বিজ রঙের সোফা, ফায়ারপ্লেস ও বুকশেলফ যে কারও মন কেড়ে নেবে।
এয়ারবিএনবি দিয়ে শাহরুখের ভিলাটি ভাড়া নেয়া যায়। প্রতি রাতের জন্য খরচ করতে হবে ১ লাখ ৯৬ হাজার রুপি।
Finally the California sun is out….it’s time for the Pool…maybe should dress right for it now at my @airbnb villa in LA #Ad #LAonAirbnb pic.twitter.com/PPmRHQLL4u
— Shah Rukh Khan (@iamsrk) December 5, 2019
৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।