ঘরে বসে মহাকাশে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল আগেও ছিল এখনও আছে আর আগামী দিনেও থাকবে। মহাকাশকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেলে তাঁরা সে সুযোগ হয়তো ছাড়বেন না। অনন্ত মহাকাশ নিয়ে জানতে চান বা মহাকাশের অনেক অজানা কথা জানা ও দেখার সুযোগ পেতে চান এমন মানুষরা তো চাইবেনই মহাকাশকে আরও কাছ থেকে দেখতে।

এবার সেই আশাও পূরণ করতে চলেছে নাসা। মহাকাশের আনাচকানাচ ঘুরিয়ে দেখাবে তারা। আর সেজন্য কোনও অর্থ ব্যয়ও করতে হবেনা।

নাসা এবার আনতে চলেছে নাসা প্লাস। এটি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হবে। অনেকটা ওটিটি-র মত। সেখানে মহাকাশের অনেক ভিডিও, ছবি দেখতে পাবেন সাধারণ মানুষ। সেখানে মহাকাশকে আরও কাছ থেকে দেখার সুযোগ হবে।

নাসা যেসব ছবি মহাকাশযানের হাত ধরে সংগ্রহ করেছে তাও সেখানে থাকবে। থাকবে সিরিজও। সব মিলিয়ে মহাকাশ নিয়ে উৎসাহীদের কার্যত স্বপ্ন পূরণ করতে চলেছে নাসা প্লাস। চলতি বছরের শেষের দিকেই এই নাসা প্লাস নিয়ে আসতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা অ্যাপ-এর মাধ্যমে আইওএস বা অ্যান্ড্রয়েডে যে কেউ এই নাসা প্লাস দেখার সুযোগ পাবেন। ডেস্কটপেও যে কেউ এই নাসা প্লাস দেখার সুযোগ পাবেন।

তাদের অ্যাপটিকেও উন্নত করতে চলেছে নাসা। তাদের নতুন ওয়েবসাইটের বেটা ভার্সনও নিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।