আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা চালু করতে যাচ্ছে চীন। এরই মধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে দেশটি। এবার সেই তালিকায় ইউরোপের ৬টি দেশ যুক্ত করা হলো। এবারের তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম ও লুক্সেমবার্গ। ১৪ মার্চ থেকে এসব দেশের নাগরিকেরা এই সুবিধা পাবেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, গত বছরের ডিসেম্বর থেকে বিশ্বের ৬ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করার সুবিধার আওতায় আসেন। এই সুবিধার আওতায় যুক্ত দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই পরীক্ষামূলক সুবিধা থাকবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই তালিকায় আরও ৬টি দেশ যুক্ত হলো। এমনই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এসব দেশের নাগরিকেরা সাধারণ পাসপোর্ট থাকলেই চীনে যেতে পারবেন। শুধু ভ্রমণের জন্য যাওয়া যাবে এমনটি নয়, চীনে ব্যবসায়িক কাজেও যেতে পারবেন এরা। ভিসা ছাড়া দেশটিতে থাকতে পারবেন সর্বোচ্চ ১৫ দিন।
বর্তমানে চীনে যেতে হলে ভিসা লাগে। তবে সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের নাগরিকদের ভিসা লাগে না। ভিসা ছাড়া দেশটিতে তারা ১৫ দিন থাকতে পারে।
এর আগে গত বছরের শেষদিকে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত। কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে। এমন ঘোষণাই আসে দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) পক্ষ থেকে। এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।
এর আগে গত ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ঘোষণা দেন, আগামী ২০২৪ সালের মধ্যেই সমন্বিত ভিসা সিস্টেম চালু হয়ে যাবে। সদস্য রাষ্ট্রগুলোর পর্যটন খাত আরও সমৃদ্ধ করতেই এই ভিসার ঘোষণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।