বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ওপ্পো চীনে তাদের Oppo Find X8 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Oppo Find X8 Pro মডেল রয়েছে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী এই সিরিজের আরও একটি স্মার্টফোন Oppo Find X8 Ultra নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ 2025 সালে ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo Find X8 Ultra স্মার্টফোনটি সম্পর্কে।
Oppo Find X8 Ultra এর ক্যামেরা স্পেসিফিকেশন (লিক)
নিচে দেওয়া ইমেজে দেখা যাচ্ছে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 এলিট (SM8750) চিপসেট দেওয়া হতে পারে বলে জানিয়েছে। এতে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি Find X8 Ultra ফোন হবে বলে মনে করা হচ্ছে।
লিক অনুযায়ী Oppo Find X8 Ultra ফোনটিতে প্রোটোটাইপ 1ইঞ্চির প্রাইমারি ক্যামেরা এবং ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।
ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 3x অপ্টিক্যাল জুম 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 6x অপ্টিক্যাল জুম 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
সমস্ত ক্যামেরা আগের জেনারেশনের মতোই একইরকম তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Oppo Find X8 Ultra ফোনটিতে টেলিফটো ক্যামেরাতে একটি ফোকাল লেন্থের সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়াও ফোনটিতে 10x হাইব্রিড জুম সাপোর্ট করতে পারে।
অন্যদিকে টিপস্টার স্মার্ট পিকাচু বক্তব্য অনুযায়ী আগামী বছর আসন্ন Find X8 Ultra ফোনটির সঙ্গে একটি অন্য মডেলেও লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনটির নাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে ইউজারদের অন্য অপশন দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
Oppo Find X8 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo Find X8 Ultra ফোনের চারদিকে মাইক্রো ক্যাবচারযুক্ত OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।
প্রসেসর: এই ওপ্পো ফ্ল্যাগশিপ ফোনটিতে কোয়াকমের Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হতে পারে। এটি কিছু দিন আগেই লঞ্চ করা হয়েছিল।
অন্যান্য: ফোনটিতে টু ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।