বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অপো দেশের বাজারে নিয়ে এসেছে এসিরিজের নতুন স্মার্টফোন। প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই অ্যানিমেডেট অ্যাম্বাসেডর ‘এসএএইচ’ হবে তারুণ্যের উদ্দীপনার এক প্রাণবন্ত প্রতীক। অপো এ৬০ ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট চার্জার ও ৭.৬৮ মিলিমিটার ডিজাইনসহ দারুণ সব ফিচার।
দ্রুত চার্জিং ও ব্যাটারির স্থায়িত্বের জন্য পরিচিত অপোর সুপারভুক বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। ফোনটিতে থাকছে ৪৫ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। আর সম্পূর্ণ চার্জ হয় মাত্র ৭৫ মিনিটেই। এছাড়া ফোনটির স্মার্ট চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীর জীবনযাত্রার সাথে চার্জিংয়ের ধরন মানিয়ে নিয়ে ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করে।
২৫৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট বাজারে মিলবে যেখানে থাকছে ৮ জিবি র্যাম। তবে ফোনটিতে আরও ৮ জিবি র্যাম বাড়ানোর সুযোগ থাকছে। বাড়তি এই ৮ জিবি র্যামের সাথে পাওয়া যাবে সর্বোচ্চ ১টিবি এসডি কার্ডের সুবিধা। ফলে স্টোরেজ নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না। ব্যাকগ্রাউন্ডে একই সঙ্গে একাধিক অ্যাপ চালু থাকলেও সব কাজ করা যাবে সহজেই।
অপো নতুন ফোনটিতে থাকছে ৭.৬৮ মিমি আল্ট্রা-স্লিম বডির ডিভাইস, যার ওজন মাত্র ১৮৬ গ্রাম। ধুলাবালি ও পানি থেকে রক্ষা করবে আইপি৫৪ সার্টিফিকেশন। ফোনটিতে রয়েছে ৯৫০ নিট আল্ট্রা ব্রাইট ডিসপ্লে। ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও এর ডিসপ্লেকে ভালোভাবে দেখতে সাহায্য করে। স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে উজ্জ্বল এলসিডি ডিসপ্লেগুলোর মধ্যে একটি ব্যবহার করা হয়েছে অপো এ৬০ স্মার্টফোনটিতে। ফলে প্রতিকূল পরিস্থিতিতেও ব্যবহারকারীরা মসৃণ টাচের পাশাপাশি স্পষ্ট ডিসপ্লে উপভোগ করতে পারবেন।
অপো অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, অপো ক্রমাগত যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করে। বছরের পর বছর ধরে আমরা এমন উদ্ভাবনের পথ দেখিয়েছি। যা জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নতুন স্মার্টফোনটি বাজারে আনার মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তনকে কাজে লাগাতে চাই। সেই সঙ্গে নতুন ক্ষেত্রগুলো উন্মোচন করে এই যাত্রা চালিয়ে যেতে চাই।
গ্রাহকরা অপো এ৬০ কেনার পাশাপাশি পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা ও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। এই স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে ১৪ মে পর্যন্ত। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে। হ্যান্ডসেটটির ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৪ হাজার ৯৯০ টাকা। আর ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের মূল্য ২২ হাজার ৯৯০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।