12GB RAM এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হচ্ছে অপোর নতুন স্মার্টফোন

OPPO A2 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ওপ্পো হোম মার্কেট চীনে তাদের ‘A2’ সিরিজের অধীনে A2m ফোনটি পেশ করেছিল। এবার OPPO A2 5G নামের নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এই ফোনটি সম্পর্কে একাধিক রিপোর্ট আসতে শুরু করেছে কারণ ফোনটির স্পেসিফিকেশন, ডিজাইন এবং দাম সহ চীনের টেলিকম ওয়েবসাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

OPPO A2 5G

OPPO A2 5G এর ডিজাইন (চায়না টেলিকম লিস্টিং)
লিস্টিঙে দেওয়া ছবিতে দেখা গেছে এই ফোনে পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে থাকবে।
ফোনের ব্যাক প্যানেলে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউট সহ একটি বড় ক্যামেরা মডিউল দেওয়া হবে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশও থাকবে।
ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। ব্যাক প্যানেলে নিচের দিকে ওপ্পোর ব্র্যান্ডিং থাকবে।
লিস্টিঙে ফোনটির ডায়মেনশন 165.61 x 76.02 x 7.9 এমএম এবং ওজন 193 গ্রাম জানানো হয়েছে।

OPPO A2 5G এর স্পেসিফিকেশন (চায়না টেলিকম লিস্টিং)
ডিসপ্লে: লিস্টিং থেকে জানা গেছে OPPO A2 5G ফোনে এফ এইচডি+ রেজলিউশন সহ ডিসপ্লে দেওয়া হবে।
প্রসেসর: শক্তিশালী প্রসেসিঙের জন্য এই ফোনে ডায়মেনসিটি 700 প্রসেসর থাকবে বলে জানানো হয়েছে, তবে ফোনটি ডায়মেনসিটি 6020 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য OPPO A2 5G ফোনে 12GB RAM + 512GB স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। OPPO A2 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: লিস্টিং অনুযায়ী এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
অন্যান্য: OPPO A2 5G ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক, ডুয়েল সিম 5G, 4G এবং সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

OPPO A2 5G এর দাম
লিস্টিং অনুযায়ী OPPO A2 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে।
ফোনটির 12GB RAM + 256GB মেমরি মডেল CNY 1999 অর্থাৎ প্রায় 22,800 টাকা দামে সেল করা হবে।
অন্যদিকে এই ফোনের টপ মডেল 12GB RAM + 512GB স্টোরেজ সহ CNY 2199 অর্থাৎ প্রায় 25,100 টাকা দামে পেশ করা হবে।
এই ফোনটি ক্রিস্টাল পার্পল, ক্লিয়ার ওয়েব গ্রীন এবং কোয়াইট সী ব্ল্যাক কালারে বাজারে সেল করা হবে।