জুমবাংলা ডেস্ক : আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকাল সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্ম গুলিতে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি বেশ ভাইরাল হচ্ছে। মানুষের এগুলি সমাধান করতেও বেশ পছন্দ করেন। আর ধাঁধার প্রতি মানুষের যে উন্মাদনা তা আজ নতুন নয়, তবে এখন সবকিছুই স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ।
এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে পাঠকদের উদ্দেশ্যে। ছবিতে দেখতে পাচ্ছেন একটি বিড়াল সিঁড়ির মধ্যে দিয়ে হেঁটে চলেছে, এখন আপনাকে বলতে হবে বিড়ালটি উপরে উঠছে নাকি নিচে নামছে? এবার মাথা চুলকাচ্ছেন তো?
যদিও বেশিরভাগ মানুষই তারা যেটা সরাসরি দেখেছে সেটাই উত্তর দিয়েছে। তবে হাতে গোনা খুব কম জনই এই ধাঁধার রহস্য বুঝতে পেরেছেন। এও বলা হয়েছে, শুধুমাত্র জিনিয়াসরাই সঠিক উত্তর দিতে সক্ষম। কারণ যেকোনো ধরনের ধাঁধার ক্ষেত্রে কোন না কোন একটি রহস্য থাকে আর যতক্ষণ তার উন্মোচন না হচ্ছে কোনোভাবেই আপনি সমাধান করতে পারবেন না।
আপনি যদি ছবিটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এর মধ্যে নিশ্চয়ই রহস্যটা বুঝতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে মানুষের একঘেয়েমি যেমন দূর হয় তেমনই মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিও সক্রিয় হয়ে ওঠে। যেকোনো অপটিক্যাল ইলিউশন বা মস্তিষ্ক বিভ্রমের ছবিগুলি অত্যন্ত মজাদার ও আকর্ষণীয় হয়ে থাকে।
বেশিরভাগ মানুষ এই ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে আইকিউ লেভেল বুঝতেও সক্ষম হন। আপনি যদি ধাঁধার রহস্যটি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাহলে আপনাকে অভিনন্দন এবং আপনি একজন জিনিয়াস। তবে যারা ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই আমরা নিচে হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি।
ছবিটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে দেখবেন যে সিঁড়ির নামার অংশেই খাঁজ করা থাকে। সুতরাং এখানে বিড়ালটি সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়েছেন। যদিও এই ধরনের ধাঁধাগুলির ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, ভালোভাবে পর্যবেক্ষণ করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে। এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.