বলিউড তারকাদের নাচের স্টেপ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে, যদি সেই নাচ করেন ষাটোর্ধ্ব কোনও সুপারস্টার, তাহলে তো কথাই নেই। এবার সেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন অজয় দেবগন, তাও আবার তাঁর অভিনব ‘ফিঙ্গার ডান্স’-এর জন্য!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘সন অফ সর্দার ২’ ছবির একটি গানে অজয়ের এক জায়গায় দাঁড়িয়ে কেবল আঙুল নেড়ে নাচের স্টাইল ইতিমধ্যেই নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছে। গানটির নাম ‘পেহেলা তু আখড়ি তু’। এই গানেই অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ম্রুণাল ঠাক্কর। তবে নাচের এই অদ্ভুত স্টেপ দেখে চমকে উঠেছে নেটপাড়া। কেউ বলছেন, “এটা কি সত্যিই নাচ?”, কেউ আবার মিম বানিয়ে দিচ্ছেন কটাক্ষ।
তবে সবচেয়ে চমকপ্রদ হলো, এই নাচ নিয়ে সরাসরি মজা করলেন অজয়ের স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী কাজল। স্বামীকে ট্রোল করতে একদম পিছপা হননি তিনি। কাজলের মন্তব্য,
“আমার মনে হয় ইন্ডাস্ট্রির সেরা ডান্সার অজয় দেবগন। কারণ, ও একমাত্র আঙুল দিয়ে নাচতে পারে। এখন তো দেখি শুধু আঙুলেই কাজ সারা যায়! এক, দুই, তিন, চার করে…”
এই মন্তব্যের সময় কাজল নিজেও হেসে লুটিয়ে পড়েন। এমন ট্রল-ছোঁয়ায় স্বাভাবিকভাবেই হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলনে।
অজয়ের জবাব: “এটা আমার কাছে কঠিন ছিল!”
অবশ্য নিজের ‘ফিঙ্গার ডান্স’ নিয়ে ট্রোল প্রসঙ্গে মুখ খুলেছেন অজয় দেবগন নিজেও। শুক্রবার ‘Son Of Sardaar 2 Trailer’ লঞ্চের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজয় বলেন,
“লোকেরা কী বলছে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না ভাই। হয়তো অনেকে মজা করছে, কিন্তু আমার জন্য এটা ভীষণ কঠিন ছিল। তবে আমি সেটা করে দেখিয়েছি। এখন আপনাদের ধন্যবাদ জানানো উচিত।”
ছবিতে দ্বৈত চরিত্রে অজয়
ট্রেলারে দেখা যায়, ‘সন অফ সর্দার ২’ সিনেমায় অজয় দেবগন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারের শুরুতেই আগের ছবির কিছু ঝলক দেখানো হয়। এরপর পাকিস্তান প্রসঙ্গ, সর্দারদের অহংবোধ, ভারত-পাক সীমান্ত ঘিরে উত্তেজনা—সব কিছুই ট্রেলারে তুলে ধরা হয়েছে কৌতুকের মোড়কে।
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ধরে রাখতেই সম্ভবত এই ফিঙ্গার ডান্স! কিন্তু সেটা হাসির খোরাকই হোক বা নতুন ধারার স্টাইল—অজয় দেবগনের এই নাচ এখন রীতিমতো ভাইরাল। আর এই নাচকে কেন্দ্র করেই শুরু হয়েছে হাসি-ঠাট্টা, ট্রোল আর চমকপ্রদ স্বামী-স্ত্রীর কেমিস্ট্রি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।