বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু। চিত্রনায়িকা রোজিনার সঙ্গে যৌথভাবে তিনি এই সম্মাননা পেয়েছেন।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। সেখান থেকে এই তথ্য জানা গেছে।
অভিনেতা পরিচয়ের পাশাপাশি কামরুল আলম খান খসরু বাংলাদেশের একজন প্রখ্যাত গেরিলা যোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী। তিনি মহান মুক্তিযুদ্ধে ঢাকা অঞ্চলের গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন।
দেশ স্বাধীনের পর কামরুল আলম খান খসরু অভিনেতা হিসাবে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন এবং অভিনয়শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেন।
নভেম্বরে নতুন মজুরি চূড়ান্ত, ডিসেম্বরে বাস্তবায়ন : বিজিএমইএ
১৯৭২ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত এবং চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত দেশের প্রথম ও সবচেয়ে সাড়া জাগানো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন খসরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।