আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি বিশেষ আদেশ দিয়েছেন। যে আদেশে ১০০ নারী ও পুরুষ অঙ্গদাতাকে সম্মানিত করতে বলেছেন তিনি।
ওই অঙ্গদাতাদেরকে আব্দুল আজিজ পদক দেওয়া হবে।
এই অঙ্গদাতারা তাদের শরীরের প্রধান অঙ্গ দানের জন্য এই সম্মাননা পেতে চলেছেন। অঙ্গদানে উদ্বুদ্ধ করতে সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে জাতীয় কিনডি ফাউন্ডেশন হিসেবে পরিচিত। তারা বিভিন্ন জটিল রোগ থেকে মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে অঙ্গদানের প্রতি গুরুত্বারোপ করেছে। সে অনুযায়ীই চলছে এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।