জুমবাংলা ডেস্ক : দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কমিটি গঠন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার সংশ্লিষ্ট বোর্ডগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’ এর আওতায় এডহক কমিটি গঠন করতে হবে, যা আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রতিটি এডহক কমিটি গঠনের আগে শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে এবং অনুমোদনের এক মাসের মধ্যে কমিটি গঠন করে, শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
এডহক কমিটির মেয়াদ হবে প্রতিষ্ঠিত হওয়া তারিখ থেকে ছয় মাস। যদি এ সময়ের মধ্যে গভর্নিং বা ম্যানেজিং কমিটি গঠিত না হয়, তবে আবারো এডহক কমিটি গঠন করা যাবে, তবে তা সর্বোচ্চ দুইবার। এডহক কমিটির সদস্যরা পরপর দুইবার একই পদে নির্বাচিত হতে পারবেন না।
এছাড়া এডহক কমিটির সভাপতি বা সদস্য মারা গেলে বা পদত্যাগ করলে সাতদিনের মধ্যে শিক্ষা বোর্ডকে জানাতে হবে এবং নতুন সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।