জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্প গ্রহণ করা হয়।
এই প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ঘর নির্মাণের সার্বিক দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে।
সততা, পেশাদারিত্ব ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সেনাবাহিনী মাত্র ২৫ কোটি টাকা ব্যয়ে নির্ধারিত ৩০০টি ঘর নির্মাণ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।
এই সাশ্রয়ী ও কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়াকে “সততার অনন্য দৃষ্টান্ত” হিসেবে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।