বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। রেকর্ড ২১ বার অস্কারে মনোনয়ন পেয়ে তিনবার জয় করেন অস্কার। ৩২ বার গোল্ডেন গ্লোবে মনোনয়নের রেকর্ড তার দখলে। যার মধ্যে ৯ বার জিতেছেন এই পুরস্কার। বলা যায়, অভিনয় ক্যারিয়ারে তিনি সফল। সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকাতেও তার নাম আসবে শুরুতে।
ক্যারিয়ারের মতো তার ব্যক্তিজীবন ও ছিল বর্ণিল। যেখানে অভিনেত্রীদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের আগমন ঘটে, সেখানে চার দশকের বেশি সময় ধরে ভাস্কর ডন গামারের সঙ্গে তার সংসার। কিন্তু এবার মেরিল ভক্তদের সামনে এলো দুঃসংবাদ। জানা গেল, ডনের সঙ্গে এখন আর থাকছেন না মেরিল।
গত ৩০ সেপ্টেম্বর ছিল তাঁদের ৪৫তম বিবাহবার্ষিকী। তখনো কেউ জানতেন না তাঁদের বিচ্ছেদ সম্পর্কে। তবে এখন নয়, এই সংসার ভেঙেছে ছয় বছর আগে। অর্থাৎ বিয়ের ৩৯ বছর পরই ভেঙে গেছে মেরিল-ডনের সংসার।
বিনোদন বিষয়ক অনলাইন গণমাধ্যম পেজ সিক্স এর প্রতিবেদন অনুযায়ী, ছয় বছর ধরে আলাদা থাকছেন এই দম্পতি। আরেক গণমাধ্যম পিপলডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেরিল স্ট্রিপের মুখপাত্র জানান, ‘ডন গুমার ও মেরিল স্ট্রিপ ছয় বছর আগেই আলাদা হয়ে গেছেন। তাঁরা একে অন্যের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল, তবে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’
২০১৮ সালের অস্কার অনুষ্ঠানের পর প্রকাশ্যে আর এই জুটিকে দেখা যায়নি। সত্তরের দশকে অভিনেতা জন ক্যাজেলের সঙ্গে প্রেম ছিল মেরিল স্ট্রিপের। ১৯৭৮ সালে ফুসফুস ক্যানসারে জনের মৃত্যুর পর হতাশায় ডুবে ছিলেন অভিনেত্রী। তখন তাঁর ভাইয়ের মাধ্যমে পরিচয় জয় ডন গামারের সঙ্গে। পরিচয় প্রণয়ে রূপ নিতে সময় লাগেনি। ১৯৭৮ সালে বিয়ে করেন তাঁরা। এরপরেই শুরু হয় তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবন। হলিউডের অনেকের কাছেই এ দুজন ছিলেন ‘আদর্শ দম্পতি’।
২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর মেরিল স্ট্রিপ তাঁর সাফল্যে স্বামীর অবদান ও সহযোগিতার কথাও স্মরণ করেছিলেন। সেদিন মেরিল বলেছিলেন, ‘ডনকে ধন্যবাদ দিতে চাই। ডনকে জানাতে চাই যে এই জীবনে তুমি আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মহামূল্যবান।’ দীর্ঘ দাম্পত্য জীবনে মেরিল স্ট্রিপ ও ডন গামারের চার সন্তান রয়েছে। তাঁরা হলেন—সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। তাঁদের পাঁচ নাতি–নাতনিও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।