সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় জেসিকা র্যাডক্লিফ নামের এক মেরিন প্রশিক্ষককে “হিউম্যান কিলার” নামে পরিচিত ওরকা (কিলার হোয়েল) হামলা করে হত্যা করছে। দাবি করা হয়, ভিডিওটি নাকি এক মেরিন পার্কের লাইভ শো চলাকালীন ধারণ করা হয়েছে।
টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ফ্যাক্ট-চেকের মাধ্যমে জানা গেছে, ঘটনাটি সম্পূর্ণ ভুয়া। জেসিকা র্যাডক্লিফ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই এবং এমন কোনো হামলার বিষয়ে কোনো সরকারি রেকর্ড, সংবাদ প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। এই ঘটনা দেখিয়ে দেয় কীভাবে ভুয়া তথ্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং একবার গতি পেলে তা খণ্ডন করা কতটা কঠিন হয়ে পড়ে।
ওরকা সম্পর্কে কিছু তথ্য
প্রাপ্তবয়স্ক ওরকা বা কিলার হোয়েল সমুদ্রের অন্যতম বৃহত্তম শিকারি। পুরুষ ওরকা ৯–১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন ৫ টনের বেশি। তাদের উঁচু পৃষ্ঠপাখনা প্রায় ২ মিটার পর্যন্ত হয়, যা পানিতে সহজে দৃশ্যমান। বিশাল আকারের হলেও তারা দ্রুত ও চটপটে সাঁতার কাটতে সক্ষম।
কেন নারীরা বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন? নতুন ট্রেন্ডের পেছনের কারণ
ওরকা বিশ্বজুড়ে বিস্তৃত—বরফাচ্ছন্ন মেরু সমুদ্র থেকে শুরু করে উষ্ণমণ্ডলীয় সাগর পর্যন্ত। কিছু দল সারা বছর একই এলাকায় থাকে, আবার কিছু দল হাজার কিলোমিটার ভ্রমণ করে শিকার বা মৌসুমি পরিবর্তন অনুসরণ করে। তারা কখনো স্যামন মাছ, কখনো সীল, ডলফিন কিংবা অন্য তিমি শিকার করে। বিশেষত্ব হলো দলবদ্ধ এবং বুদ্ধিদীপ্ত শিকার কৌশল।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel