গণ অধিকার পরিষদ ছেড়ে যাওয়ার কারণ হিসেবে দলটির বিরুদ্ধে ইসরাইলের অর্থায়নে পরিচালিত হওয়ার অভিযোগ তুলেছেন সাবেক সংসদ সদস্য ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, যে দল ইসরাইলের টাকায় চলে, সেই দলে তার থাকা সম্ভব নয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজা কিবরিয়া।
বিভিন্ন সময়ে দল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, শুরুতে তিনি গণফোরামে ছিলেন। তবে সেখানে অভ্যন্তরীণ কোন্দল ও সিদ্ধান্তহীনতা তৈরি হয়। বিশেষ করে নির্বাচিত সংসদ সদস্য সংসদে যাবেন কি না-এ বিষয়টি নিয়ে দলটি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ সংসদ বর্জনের পক্ষে ছিল, অন্য পক্ষ সংসদে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেয়।
গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে রেজা কিবরিয়া বলেন, প্রয়াত ড. জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধ ও ব্যক্তিগত সম্মানের কারণেই তিনি ওই দলে যান। তবে সেখানে কিছুদিন থাকার পরই তিনি বুঝতে পারেন, ওই দলে থাকা তার পক্ষে সম্ভব নয়।
তিনি দাবি করেন, দলটি ইসরাইলিদের প্রভাব ও অর্থায়নের সঙ্গে যুক্ত। এমন দলে থাকা তার নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
এ বিষয়ে আগে থেকে তিনি কিছু জানতেন না বলেও উল্লেখ করেন রেজা কিবরিয়া। পরে একাধিক বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের সঙ্গে তিনটি স্থানে মোসাদের বৈঠক হয়েছে। তখন বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত হন বলে সাক্ষাৎকারে জানান রেজা কিবরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


