জুমবাংলা ডেস্ক : সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে বিদেশে পলাতক পতিত আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবনযাপনে টাকার উৎস নিয়ে দলটির নেতা রাশেক রহমান বলেছেন, ‘আমি এতটুকু বলতে পারি, বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন না করেও জীবনযাপন করা সম্ভব, কিন্তু অর্থ পাচার করা ছাড়া বিলাসী জীবনযাপন করা সম্ভব না।’
শিক্ষক ও সাংবাদিক শারমিন চৌধুরীর পলাতক আওয়ামী নেতাদের টাকার উৎস নিয়ে করা প্রশ্নে রাশেক আরও জানান, ‘আমি তো কিছু দেখি নাই, আমি জানি না। আমি এটা সম্পর্কে কিছু বলতে পারছি না।’
এছাড়া, দলের অন্য নেতা-কর্মীরা পলাতক নেতাদের বিলাসী জীবনযাপন দেখে টাকার উৎস নিয়ে প্রশ্ন করে কিনা, সাংবাদিক শারমিন চৌধুরীর এমন প্রশ্নে আওয়ামী নেতা রাশেক বলেন, ‘হ্যাঁ, করে, তাদের একটা ধারণা আছে। তাদের ধারণা, নেতা-কর্মীরা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে গেছে। এটা তাদের ধারণা, এটা এখনও তো প্রমাণিত না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।