ভোজপুরি তারকা অভিনেতা পবন সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে তার সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবকে একটি অনুষ্ঠানে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যায়। ঘটনাটি লখনৌতে ঘটেছে। এ ভিডিও ভাইরাল হওয়ার পর, অঞ্জলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন। তারপর থেকে জোর চর্চায় রয়েছেন এই অভিনেতা।
এরই মাঝে দাম্পত্য কলহ প্রকাশ্যে আনলেন বিজেপির সংসদ সদস্য পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিং। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি দাবি করেন—বহুবার চেষ্টা করেও স্বামী পবনের সঙ্গে যোগাযোগ করতে পারেছেন না তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে জ্যোতি সিং লেখেন, “প্রিয় স্বামী, শ্রী পবন সিংজি, কয়েক মাস ধরে আমি আপনার সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কিন্তু আপনি বা আপনার আশপাশের লোকেরা হয়তো আমার ফোন কল ও মেসেজের জবাব দেওয়া উপযুক্ত মনে করেননি।”
লখনৌতে ও করাকাটে ছট পূজার সময় দেখা করার চেষ্টা করলেও, তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন জ্যোতি সিং।
চাপা আবেগ প্রকাশ করে জ্যোতি সিং লেখেন, “আমি এমন কী পাপ করেছি যে, এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? আমার মা-বাবার সম্মান নিয়ে খেলা হচ্ছে। আপনার সঙ্গে পথ চলে, একজন বিশ্বস্ত স্ত্রীর দায়িত্ব পালন করেছি। এখন আপনার দায়িত্ব পালনের পালা। খুব খারাপ লাগে, যখন আপনি তাদেরকে গ্রহণ করেন, যারা আপনাকে অপমান করেছে এবং পরে আবার ফিরে আসেন।”
ইনস্টাগ্রামে এই পোস্ট দেওয়ার পর জ্যোতি সিংয়ের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। এ আলাপচারিতায় জ্যোতি সিং বলেন, “আমরা বহুদিন ধরে তাকে মেসেজ ও ফোন করছি। কিন্তু কোনো জবাব পাচ্ছি না। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হলো। তিনি যেন আমার মেসেজের উত্তর দেন ও ফোন রিসিভ করেন।”
২০১৪ সালে নীলম সিংকে বিয়ে করেন পবন সিং। ২০১৫ সালে মারা যান তিনি। ২০১৮ সালে জ্যোতি সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। জানা যায়, ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেছেন পবন সিং। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের বিচ্ছেদ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।