আন্তর্জাতিক ডেস্ক : জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটরের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে ৪০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়া ওসামু সুজুকি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।
সুজুকি ১৯৫৮ সালে কোম্পানির দ্বিতীয় প্রেসিডেন্টের জামাতা হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকিতে যোগ দেন। তিনি ১৯৭৮ সালে এর প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং পরের বছর মিনি-যানবাহন, অল্টো দিয়ে একটি বড় সাফল্য অর্জন করেন। গাড়িটির দাম ছিলো অর্ধ মিলিয়ন ইয়েন যা প্রায় ৩,০০০ ডলারের সমপরিমাণ।
ওসামু সুজুকির নেতৃত্বে সুজুকি মোটর ১৯৮৩ সালে ভারতে গাড়ি উৎপাদন শুরু করে এবং অবশেষে দেশের বাজারে শীর্ষস্থান অর্জন করে। তিনি ২০০০ সালে চেয়ারম্যান হওয়ার পর কোম্পানির বার্ষিক বিক্রয় ৩ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ১৯ বিলিয়ন ডলারে উপনীত হয়।
তিনি তার খোলামেলা এবং সহজ-সরল ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিলেন। ওসামু সুজুকি ২০২১ সালের জুনে চেয়ারম্যান হিসেবে অবসর নেন এবং সিনিয়র উপদেষ্টার পদ গ্রহণ করেন। বুধবার ম্যালিগন্যান্ট লিম্ফোমায় আক্রান্ত হয়ে তিনি মারা যান । সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।