বিনোদন ডেস্ক : নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে হিট পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। সানি দেওলের ঐতিহাসিক আয় করা ‘গাদার ২’-এর সঙ্গে পাল্লা দিয়ে হিট হয় অক্ষয়ের ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন।
তবে এরপরই অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমাহলে তেমন আয় করতে পারেনি এটি। তবে সিনেমাহলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন। আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’।
৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও। এবার ‘২০১৮’-এর পাশাপাশিই অস্কারে লড়বে অক্ষয় কুমারের ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। সরকারিভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই সিনেমাটি অস্কারে পাঠাচ্ছেন নির্মাতারা। ঠিক যেমনটি রাজামৌলির ‘আরআরআর’-এর ক্ষেত্রে করা হয়েছিল।
২০২২ সালে অস্কারে ভারতের বাজি ছিল ‘ছেল্লো শো’। তবে মাতামাতি বেশি ছিল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ নিয়ে। নির্মাতারা পৃথকভাবে এই সিনেমাটি পাঠিয়েছিলেন। যার ফল ‘নাটু নাটু’ গানের অস্কার জয়।
এবার ঠিক সেইভাবেই অক্ষয় কুমার অভিনীত ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাটি পাঠানো হচ্ছে। যদিও ‘আরআরআর’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। সেই তুলনায় অক্ষয়ের সিনেমাটি অনেকটা পিছিয়ে। ৫৫ কোটি বাজেটের সিনেমাটি এখনও পর্যন্ত মাত্র ২৫ কোটি রুপি আয় করতে পেরেছে।
সে যাই হোক, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৬৫ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।