চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে পরিচিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় ইতিহাস সৃষ্টি করেছে ভ্যাম্পায়ার ঘরানার হরর সিনেমা ‘সিনার্স’। একক কোনো চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।

এর আগে অস্কারে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পাওয়ার নজির থাকলেও এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে ‘সিনার্স’।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মনোনয়নের সংখ্যায় ‘সিনার্স’ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’–কে ছাড়িয়ে গেছে। ডি ক্যাপ্রিওর ছবিটি পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন, যা এবারের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়। তালিকা ঘোষণা করেন মার্কিন অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান।
কোন কোন বিভাগে মনোনয়ন পেল ‘সিনার্স’
রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ যে ১৬টি বিভাগে মনোনয়ন অর্জন করেছে, সেগুলোর মধ্যে রয়েছে— সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক পরিকল্পনা, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক সুর, রূপসজ্জা ও কাস্টিং।
১৯৩০–এর দশকের মিসিসিপি অঙ্গরাজ্যের পটভূমিতে নির্মিত এই ভ্যাম্পায়ারধর্মী সিনেমাটি চলতি বছরে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।
মনোনয়নের সংখ্যায় এগিয়ে থাকা অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (প্রতিটি ৯টি বিভাগে), এবং ‘হ্যামনেট’ (৮টি বিভাগে)।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ছবিগুলো
বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স ও ট্রেন ড্রিমস।
সেরা পরিচালকের মনোনয়ন
ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) এবং রায়ান কুগলার (সিনার্স)।
সেরা অভিনেতার মনোনয়ন
টিমোথি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স) ও ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রীর মনোনয়ন
জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু) এবং এমা স্টোন (বুগোনিয়া)।
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ, হলিউডের ঐতিহাসিক ডলবি থিয়েটারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


