বিনোদন ডেস্ক: অস্কারে সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ২০ বছর বয়সী র্যাচেল জেগলার। তবে তিনি অস্কারে যাওয়ার টিকিট পাননি। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন নায়িকার ভক্তরা। এবার র্যাচেলকে অস্কারের প্রেজেন্টার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।
‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার স্টিভেন স্পিলবার্গ। ছবিটি পরিবেশনের দায়িত্বে ছিল ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার। অস্কারে সাধারণত পুরস্কারের জন্য মনোনীত শিল্পী ও প্রেজেন্টারদের টিকিট দেওয়াটা বাধ্যতামূলক। এর বাইরেও কিছু টিকিট থাকে। করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে জনসমাগমও কম করতে চাইছে অ্যাকাডেমি।
এবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেরর পক্ষ থেকে প্রেজেন্টার হিসেবে দাওয়াত পাওয়ায় অস্কারের লালগালিচায় দেখা যেতে পারে র্যাচেলকে। রবিবার রাতে বসবে অস্কারের আসর। বর্তমানে লন্ডনে ছবির শুটিং করছেন তিনি। অস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে র্যাচেলের শুটিং শিডিউলে পরিবর্তন আনা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।