অসাধারন এক্সপ্রেশনের সঙ্গে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

দুর্দান্ত ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

দুর্দান্ত ড্যান্স

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে।

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া যে বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Borondala Saaja Dance /Gaye Holud Dance / গায়ে হলুদ / Bengali Wedding Dance /biyer gaan/dancestarmou

সম্প্রতিক নিজের যে ভিডিওর সূত্র ধরে মৌমিতা নেটজনতার একাংশের মাঝে চর্চায় রয়েছেন সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে তার সেই ভিডিওই প্রায় দু’লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে মৌমিতাকে ‘বরণডালা সাজা’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। নিজের এই নাচের ভিডিওটি বানানোর সময় মানানসই পোশাকেও নজর কড়েছেন মৌমিতা।

বউ ভক্ত বলিউডের ৬ তারকা, যারা বউয়ের জন্য উপোসও থাকেন

ভিডিওটি বানানোর জন্য রংবেরঙের কাপড় দিয়ে সাজিয়েছিলেন নিজের বাড়ির ছাদও, তার ঝলক অবশ্য ভিডিওতেই মিলবে। আপাতত মৌমিতা ‘বরণডালা সাজা’র তালেই তাল মিলিয়ে পুনরায় নেটমহলে চর্চিত ও প্রশংসিত।