আসন্ন ৯৮তম অস্কারের আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের অস্কার কমিটি নির্বাচিত করেছে লিসা গাজীর পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটিকে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গত শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি তাদের এ সিদ্ধান্ত জানায়। তবে এই সিনেমা নির্বাচন ঘিরে উঠেছে নানা প্রশ্ন ও সমালোচনা।
জানা যায়, নির্বাচনের জন্য জমা পড়েছিল মোট পাঁচটি সিনেমা ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’। সেখান থেকে বাছাই করা হয়েছে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি।
এ ঘোষণার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব। তিনি তার পোস্টে লেখেন, ‘একটা চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (TIFF) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, অথচ বাংলাদেশের অস্কার কমিটি সেটিকে গুরুত্ব দেয় না, এটা সত্যিই হতাশাজনক। ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটির বিরুদ্ধে বলছি না, নিশ্চয়ই এটি একটি সুন্দর কাজ। কিন্তু যদি লক্ষ্য হয় অস্কারে দেশের প্রতিনিধিত্বকে শক্তভাবে দাঁড় করানো, তাহলে ‘সাবা’ নিঃসন্দেহে আরও শক্তিশালী একটি নাম।’
তিনি আরও লেখেন, ‘দুঃখজনক হলো, আমাদের এসব কমিটি প্রকৃত উদ্দেশ্য নিয়ে কাজ করে না। যে দেশ বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করার কৌশলই জানে না, সে দেশ কিভাবে এগোবে? আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ কারণ আমরা সামষ্টিক উন্নতির চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করি।’
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’র প্রিমিয়ার হয়। এরপর বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। বিশ্বের বিভিন্ন দেশের উৎসব ঘুরে অবশেষে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।