ওষুধের পাতায় কেন ফাঁকা জায়গা থাকে

ওষুধের পাতায়

লাইফস্টাইল ডেস্ক : হালকা সর্দি-জ্বর হোক বা বড় কোনও অসুখ, সুস্থ থাকতে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েই। সে সময়ে হয়তো অনেকেই লক্ষ করেছেন, ওষুধের পাতায় একটি বা দু’টি খালি ঘর থাকে। ওষুধের গায়ে এই ফাঁকা জায়গাগুলো রাখার কারণ কী?

ওষুধের পাতায়

অনেকে মনে করেন, খালি জায়গা রাখা হয় যাতে বাড়তি গ্যাস বা বাতাস শুধু ওষুধের মধ্যে প্রবেশ না করে। তবে এটিই এর একমাত্র কারণ নয়। ওষুধের খাপে ফাঁকা জায়গার আরও কিছু কারণ—

১. সাধারণত ওষুধটি নাম, তৈরির তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়ে লেখা থাকে এই ফাঁকা খোপগুলোর পিছনে। যে ওষুধের পাতা একটি মাত্র ওষুধ থাকে, সেখানেও এই লেখাগুলোর জন্য আলাদা ঘর রাখা হয়। সেই লেখাগুলো ছাপার সময়ে যাতে চাপ পড়ে ওষুধ না ভেঙে যায়, তাই খালি জায়গায় সে সব লেখা হয়।

২. অনেকেই গোটা পাতা কেনেন না। হয়তো পাতা থেকে কেটে কয়েকটি ওষুধ নেন। সে সময়ে যাতে কেটে কয়েকটি বিক্রি করা যায়, তার জন্যও ওষুধের পাতায় ফাঁকা জায়গা থাকে।

নিরহুয়ার কোলে উদ্দাম রোমান্সে আম্রপালি, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

৩. ট্যাবনেটগুলো যাতে একে উপরের গায়ে লেগে ভেঙে না যায়, সে কারণেও মাঝে ফাঁকা জায়গা রাখা জরুরি।