অসুস্থ হয়ে আমেরিকায় চিকিৎসাধীন সানি দেওল, বিয়ে করতে পারেন ছেলে

সানি দেওল

বিনোদন ডেস্ক : বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন সানি দেওল। বলিউডের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

সানি দেওল

পুরনো কালের একাধিক হিট হিন্দি সিনেমাতে হিরোর চরিত্রে অভিনয় করে লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছেন সানি দেওল। ভারত ভূখণ্ড ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তা তেমন কম নেই। এই অভিনেতার বিশেষত্ব হলো তিনি প্রত্যেকটি চরিত্রকে নতুন ভাবে বুঝে নিয়ে অভিনয় করতেন। তাই তো মানুষের কাছে সিনেমার চরিত্রটি বেশি জীবন্ত হয়ে উঠত। এই অভিনেতা জাঁকজমক এবং বলিউড পার্টির সাথে খুব একটা যুক্ত থাকেন না। বরং তিনি পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন।

তবে বর্তমানে খুব একটা ভালো নেই এই অভিনেতা। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাকে আমেরিকার এক বড় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে চর্চায় এসেছে যে অভিনেতার ছেলে করণ দেওল।

জানা গিয়েছে, বাবার এত শারীরিক অসুস্থতার মাঝেই ছেলে তাড়াহুড়ো করে বিয়ে করতে চাইছে। যেই মেয়েটির সাথে করনের বিয়ে হওয়ার কথা চলছে তার নাম সাহের। তাকে দেখতে যে অপরূপ সুন্দরী তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না।

মালাইকার শরীরে সত্যিই হাত দিয়েছিল সেই যুবক

কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সানি দেওলের এমন শারীরিক অসুস্থতার মাঝে হঠাৎ কেন তার পুত্র এত তাড়াহুড়ো করে বিয়ে করতে চাইছে। সানি দেওল বর্তমানে আমেরিকায় ভর্তি রয়েছে এবং আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। তবে এই সম্বন্ধে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে করণ দেওলের বিয়ের খবর সম্পূর্ণ গুজব। যে মেয়েটিকে করনের ভবিষ্যৎ স্ত্রী হিসেবে বলা হচ্ছে সে অভিনেতার ছেলের বন্ধু ছাড়া কিছুই নয়।