অসুস্থ মাশরাফী, নামতে পারছেন না নির্বাচনী প্রচারণায়

অসুস্থ মাশরাফী

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে হাঁটুর ইনজুরির কারণে নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে এখনো প্রচারণায় নামতে দেখা যায়নি। যদিও তার পক্ষে ঢিলেঢালা প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগসহ শুভাকাঙ্ক্ষীরা।

অসুস্থ মাশরাফী

মাশরাফির ব্যক্তিগত সহকারী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতদিন বাড়িতে চিকিৎসা নিলেও ব্যথা বেড়ে যাওয়ায় ১৩ ডিসেম্বর থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে রোববার (২৪ ডিসেম্বর) প্রচারণার জন্য নড়াইলে আসবেন।

নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও অন্য সূত্র বলছে, ২৫ তারিখে লোহাগড়ায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের পরপরই শুরু হবে প্রচারণা।

নদীর তীরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

এদিকে, নেতাকর্মীরা মাশরাফির জন্য অপেক্ষা করলেও নানাভাবে বর্ধিত সভা হচ্ছে প্রায় প্রতিটি ইউনিয়নে। জেলা যুবলীগের উদ্যোগে নড়াইল শহরে প্রচারণা শুরু হয়েছে। মাশরাফি নড়াইলে আসলে প্রচারণা যেমন জমবে, তেমনি কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে- এমনটাই বলছেন দলীয় নেতাকর্মীরা।