এই না হলে ‘পাওয়ার কাপল’

দীপবীর

বিনোদন ডেস্ক : শত প্রতিকূলতার মধ্যেও স্বামী-স্ত্রী যখন একে অন্যের পক্ষে দাঁড়িয়ে যান, ইংরেজিতে তাঁদের বলা হয় পাওয়ার কাপল। বলিউডে এমন তারকা দম্পতি একটিই আছে—‘দীপবীর’। নিজের সঙ্গীর মধ্যে এমন গুণ চান বহুজন। পাওয়ার কাপল বা কাপল গোল, দুটি টার্মই সবচেয়ে বেশি বলিউডের রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতিকে ঘিরে।

দীপবীর

বিশেষ করে রণবীর যেভাবে ভরা মজলিসে নিজের ভালোবাসা জাহির করেন, যেকোনো নারীই তা পছন্দ করবেন। এ কারণে নারী ভক্ত মহলে সত্যিই রণবীরের আলাদা কদর আছে। ২০১৮ সালে ইতালির লেক কমোর পারে বিশাল আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে এই জুটির। ভারতে ফিরে নবদম্পতির আরো তিনটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এত বড় পরিসরে ও আয়োজনে খুব কম তারকারাই বিয়ে করেছেন। বিয়ের পরপর এক সাক্ষাৎকারে ফিল্মফেয়ার সম্পাদক জিতেশ পিল্লাই দীপিকাকে জিজ্ঞাসা করেছিলেন, নামের সঙ্গে স্বামীর নামের শেষ অংশ যোগ করবেন কি না? দীপিকা হাসিমুখে জানিয়ে দেন, গতানুগতিক এই কাজ তিনি করবেন না, বরং রণবীর তাঁর নামের শেষে পাড়ুকোন যোগ করবেন। পরে জিতেশ পিল্লাইয়ের অতিথি হয়েছিলেন রণবীর। জানতে চাইলেন, সত্যিই কি স্ত্রীর নামের অংশ নিজের নামের সঙ্গে জুড়বেন রণবীর? জবাবে রণবীর যা বললেন, অনেকেই তা ভাবতে পারেননি।

রণবীর বলেন, ‌তাঁর আসল নাম রণবীর সিং ভবনানি। অভিনয়ে এসে নামের শেষাংশটা বাদ দিয়েছেন, তাই নতুন আরেকটা অংশ যোগ করতে তাঁর সমস্যা নেই। শুধু তাই নয়, রণবীর বলেন, ‘আমার সবচেয়ে বড় পরিচয় আমি দীপিকা পাড়ুকোনের স্বামী।’

দুই বছর আগে ‘৮৩’ মুক্তির সময় প্রচারণায় ফ্রান্স গিয়েছিলেন রণবীর। প্যারিসের রাস্তার পাশের দেয়ালে দীপিকার ছবি দেখে খুশিতে রণবীর যে শিশুসুলভ অঙ্গভঙ্গি করলেন, মুহূর্তেই তা ভাইরাল হয়েছিল।

বাস্তব জীবনে বরাবরই এমন মিষ্টি-মধুর সম্পর্কই দেখা গেছে পর্দার ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদমাবৎ’ জুটিকে ।
এ বছর দীপিকার ‘পাঠান’, ‘জওয়ান’ আর রণবীরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর ডাক পেলেন করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর অষ্টম মৌসুমের প্রথম পর্বেই।

জনপ্রিয় এই চ্যাট শোতে অনেক তারকাই এমন অনেক বিষয় নিয়ে কথা বলেন, যা সাধারণত তাঁরা জনসমক্ষে বলেন না। ব্যতিক্রম হয়নি রণবীর-দীপিকার বেলায়ও। প্রথমবারের মতো তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন তাঁরা। তাঁদের পরিচয়, প্রেম, বিয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। অনুষ্ঠানে রণবীর স্বীকার করেন, ২০১৫ সালেই দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন। ‘অন্য কেউ আসার আগেই সে বুক করে ফেলেছিল আমাকে’, বললেন দীপিকা।

রণবীর বলেন, প্রথমবার দীপিকাকে সাদা চিকেনকারি কামিজে দেখার অভিজ্ঞতা। দীপিকা জানান, সম্পর্কের শুরুতে দুজন সিরিয়াস ছিলেন না, তবু সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়।

দুজনের প্রেমের শুরু ২০১২ সালে, দুজনই ভিন্ন দুটো সম্পর্ক থেকে সদ্য বেরিয়ে এসেছেন। দীপিকা সিদ্ধান্ত নিয়েছিলেন, আগের সম্পর্ক থেকে বের হওয়ার পর বেশ কিছুদিন সময় নেবেন। জীবন উপভোগ করবেন। সেভাবেই দুজন দুজনকে কথা দিয়েছিলেন, তাঁরা ক্যাজুয়াল সম্পর্কে থাকবেন। এবং চাইলে তাঁরা অন্যদের সঙ্গে চেষ্টা করে দেখতে পারবেন, যদি কাউকে ভালো লাগে। কথা অনুযায়ী অন্য অনেকের সঙ্গেই দেখা করছিলেন দীপিকা, কিন্তু কাউকেই তাঁর সেভাবে ভালো লাগছিল না। দিন শেষে মনে হতো রণবীরই সেই মানুষ, যাঁর সঙ্গে দীপিকা থাকতে চান।

রণবীরের আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা আর রণবীর সিং ছিলেন আনুশকা শর্মার প্রেমিক। দীপিকা সেই ক্যাজুয়াল সম্পর্কে থাকা অবস্থায় ভারতীয় ক্রিকেটার এম এস ধোনি, যুবরাজ সিং, অভিনেতা উপেন প্যাটেল, মডেল সিদ্ধার্থ মাল্যর সঙ্গে বিভিন্ন সময়ে তাঁর নাম মিডিয়ায় আসে। যদিও সেসব বিষয়ে কোনো দিন মুখ খোলেননি দীপিকা।

‘নারীরা বৈবাহিক ধর্ষণের সুবিধা নিচ্ছেন’

মজার বিষয় হলো, একালের নেটিজেনরা ভীষণ সচেতন। কফি উইথ করণের ১০ বছর আগের ভিডিও বের করে তারা বলছে, রণবীর তাঁর সাবেক প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে প্রথম দেখা নিয়ে যা বলেছিলেন, দীপিকার সঙ্গে প্রথম দেখা নিয়েও সেই একই গল্প বলেছেন।
এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ট্রলড হচ্ছে এই দম্পতি। অনেকেই বলেছেন, তাঁদের জনসংযোগ টিম এত বছর ধরে দর্শক মনে তাঁদের যে ভাবমূর্তি তৈরি করেছিল, এই এক ইন্টারভিউতে তা অনেকাংশেই নষ্ট হয়ে গেছে । আসলেই কি তাই?
না, এত সহজে দীপবীরকে টলানো যায়নি। অতীতে এর উদাহরণ তাঁরা দেখিয়েছেন।

এবারের কফি উইথ করণ প্রচারের পরও বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে দেখা গেছে একান্ত মুহূর্তে। শাহরুখ খানের জন্মদিন বা দিওয়ালির বিভিন্ন পার্টি—সবখানেই আলো কেড়ে নিয়েছেন তাঁরা এবং তাঁদের রোমান্স। সাধেই কি আর তাঁরা পাওয়ার কাপল!