অতিরিক্ত মদ্যপানে প্রাণ গেল কলেজ ছাত্রের

অতিরিক্ত মদ্যপানে

জুমবাংলা ডেস্ক : নাটোরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়া কলেজছাত্র রুদ্র গোস্বামী (১৮) দুইদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়।

অতিরিক্ত মদ্যপানে

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রুদ্র গোস্বামী (১৮) নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে এবং সে দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) শারদীয় দুর্গা পূজার প্রতিমা বির্সজনের দিন রাতে আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ হয়ে পড়ে ওই কলেজছাত্র। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাত দিনের মধ্যে মুখের কালো দাগ দূর করার দুর্দান্ত উপায়

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।