অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন কারিনা

কারিনা

বিনোদন ডেস্ক : বয়স তার ৪২ বছর। এর মধ্যে ২৩ বছর ধরে জুড়ে রয়েছেন সিনেমার সঙ্গে। জনপ্রিয়তা থেকে স্বীকৃতি সবই পেয়েছেন। বলিউডের সবচেয়ে সফল কয়েকটি সিনেমার নায়িকা তিনি। ফলে তারকাখ্যাতিতে অন্য অনেকের চেয়ে তার নামটা এগিয়েই থাকে। এছাড়া নিজ পরিবারের ঐতিহ্য ও স্বামীর পরিবারের রাজকীয় ইতিহাস তো রয়েছেই।

কারিনা

হ্যাঁ, বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের কথা। স্লিম ফিগারে, গ্ল্যামারাস চরিত্রে যেমন তাকে দেখা গেছে, আবার অভিনয়নির্ভর চরিত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। তাই তারকা হিসেবে খ্যাতি পেলেও দিনশেষে অভিনয়কেই গুরুত্ব দেন এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, তুমুল জনপ্রিয়তার চেয়ে একজন ভালো অভিনয়শিল্পী হওয়া জরুরি। তার ভাষ্য, আমি নিজেকে তারকা মনে করি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই বিশেষ। এবং আমার মনে হয়, এই সময়ে প্রত্যেকেই ভালো অভিনেতা হতে চান, তারকা নয়। এটাই এখনকার সিনেমার মানদণ্ড।

নিজের পরিবারের সূত্র টেনে কারিনা কাপুর বলেন, আমার পরিবারে শাম্মী কাপুর, শশী কাপুর ও ঋষি কাপুরের মতো মানুষকে দেখেছি, যাদেরকে হিন্দি সিনেমার অন্যতম দক্ষ অভিনেতা বিবেচনা করা হয়। সুতরাং আমার কাছে সবসময়ই তারকা হওয়ার চেয়ে ভালো অভিনেতা হওয়া গুরুত্বপূর্ণ।

কারিনা কাপুর জানান, তিনি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন। রাতারাতি নয়, ধীরে ধীরে পাকা অভিনেত্রী এবং ব্যক্তি জীবনে স্থিতিশীল হয়ে উঠেছেন। তাই অন্যদেরও নিজ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কারিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। এটি গত বছরের ১১ আগস্ট মুক্তি পেয়েছিলো। এতে সুপারস্টার আমির খানের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিটি অবশ্য বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি।

নিজেই নিজের পশ্চাৎদেশে কামড় খেতে চান সালমান খান

এদিকে বর্তমানে কারিনার হাতে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ও ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট’ নামে দুটি প্রজেক্ট রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া