বিনোদন ডেস্ক : কলকাতা শহরের পটভূমিকায় নির্মাণাধীন ‘লস্ট’ ছবিতে এক উঠতি বেপরোয়া ক্রাইম রিপোর্টারের ভূমিকায় রূপদান করছেন ইয়ামি গৌতম। যেখানে এ সময়ের মিডিয়া জগতের নানা বাস্তবতা তুলে ধরা হবে। অনুরণন, পিংক, বুনো হাঁস, অন্তহীন’র মতো সাড়া জাগানো ছবির বাঙালি চিত্রনির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক বেশ কিছুদিন বিরতির পর নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
কলকাতা শহরের পটভূমিতে এ ছবির কাহিনি আবর্তিত হয়েছে একজন তরুণ থিয়েটার কর্মীর হঠাত্ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর সেই ঘটনার অনুসন্ধানে একজন অকুতোভয় তরুণী রিপোর্টারের দুঃসাহসী তত্পরতা নিয়ে। পুরো ছবির শুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় করোনা মহামারির কঠিন সময়ে। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হয়েছে ইয়ামিকে। জীবনধর্মী একটি চরিত্রকে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল।
কলকাতায় কাজ করতে এসে ইয়ামি চমত্কার অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তিনি সহজে ভুলতে পারবেন না। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিরূপ আবহাওয়া এবং ব্যাপক জনসমাগমের মধ্যে করোনার ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে ইয়ামিকে। তবে সব শেষে ভালো একটি কাজের অংশীদার হতে পেরেছেন বলে বেশ আনন্দিত। এর আগে অভিষেক ছবি ‘ভিকি ডোনার’-এ ইয়ামিকে মুম্বাইবাসী এক বাঙালি ডিভোর্সি তরুণীর ভূমিকায় দেখা গিয়েছিল। গত বছর ‘অ্যা থার্সডে’ সিনেমায় একজন কিন্ডারগার্টেন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেন ইয়ামি, যিনি শিশুদের জিম্মি করেন।
প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করে এরইমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় বেশ কয়েকটি সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে দেখা মিলছে এ অভিনেত্রীর।
বলিউডে নতুন প্রজন্মের সুন্দরী নায়িকাদের মধ্যে ইয়ামি গৌতমের নামটি এখন খুব সহজেই চলে আসে। মডেল হিসেবে তুমুল সাড়া জাগিয়ে বড় পর্দায় নায়িকা হয়েও পেয়েছেন সাফল্য। বলিউডে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। নামি-দামি জনপ্রিয় তারকা অভিনেতাদের অনেকের বিপরীতে নায়িকা সেজেছেন বিভিন্ন ছবিতে। ফলে হিন্দি চলচ্চিত্রের অঙ্গনে তার পদচারণা দর্শক-মনে মুগ্ধতা ছড়াচ্ছে।
ইয়ামি ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ প্রসাধনী সামগ্রীর মডেল হিসেবে এ উপমহাদেশের ঘরে ঘরে পরিচিত মুখ আরো আগে থেকেই। ২০১২ সালে বলিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করে গত ১০-১১ বছরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। ইয়ামি গৌতম বলিউডি হিন্দি ছবি ছাড়াও পাঞ্জাবি, তামিল, মালায়লাম, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেন নিয়মিতভাবে। আগামীতে তাকে ‘ওএমজি-২’, ‘চোর নিকাল কে ভাগা’ ছবিগুলোতে দেখা যাবে প্রধান নারী চরিত্রে। ‘ও মাই গড টু’ সিনেমায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়া সিনেমাটিতে সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আসছেন ইয়ামি।
৩৩ বছর বয়সী ইয়ামি অভিনীত ছবিগুলোতে লাগাতার কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠলেও ভার্সাটাইল চরিত্রে অভিনয়ে বেশি মজা পান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে নির্মাতারা আমাকে বিভিন্ন ধরনের রোলে অভিনয়ের ক্ষেত্রে আস্থাশীল হয়ে তেমন চরিত্রে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। এক ধরনের চরিত্র থেকে চট করে আবার অন্য আরেকটি চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াটা সহজ কাজ না হলেও প্রতিবারই আমি প্রাণপণ চেষ্টা করেছি। লাগাতার বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেও কোনো একটি চরিত্রে আমার অভিনয়ে বিঘ্ন ঘটেনি; যথার্থ অভিনয়ে আমি বেশ সচেতন এবং আন্তরিক ছিলাম।’
১৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘লস্ট’ ছবিটি। এর আগেও ইয়ামির একাধিক ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তাহলে কি ওটিটির পর্দায় নিজেকে সীমাবদ্ধ রাখছেন মেধাবী এ অভিনেত্রী? অবশ্য এ প্রসঙ্গে ইয়ামি খোলামেলা বলেন, ‘এখন সিনেমা হল আর ওটিটির মধ্যে তেমন পার্থক্য নেই। বরং সিনেমা হলে গিয়ে ছবি দেখার সময় মিলছে না অনেকেরই। ওটিটিতে যেখানে সেখানে বসে ছবি দেখা সম্ভব হচ্ছে। আমি বিষয়টি পজিটিভলি গ্রহণ করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।